Our Sherpur

কবি রোমেল খান | Romel Khan

রোমেল খান

২০০১ সালের ১৯ জুলাই বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা সদরের চরখার চর গ্রামের খানবাড়ীতে এক সম্রান্ত মুসলিম পরিবারে খান বংশে জন্ম গ্রহণ করেন কবি রোমেল খান। তার পিতা ইয়ানুছ খান ও মাতা মোছা উম্মে কুলছুম। কবির পিতা একজন কৃষক। কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন তিনিও।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

শিক্ষা জীবন

কবি ৮৪ নং চরখার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। ২০১৭ সালে চরখার চর সাতানী পাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০২০ সালে খড়িয়া কাজীর চর মডেল টেকনিক্যাল এন্ড বি এম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ২০২২ সালে ডিগ্রিতে ভর্তি হন শেরপুর সরকারি কলেজে।

লেখালেখি

রোমেল খান ২য় শ্রেণীতে অধ্যায়নকাল থাকতেই বাংলার প্রতি খুব আগ্রহী ছিলেন। তার লেখায় বিশেষ গুরুত্ব পায় দেশ ও দেশের মানুষ। এছাড়াও সমাজের অসহায় ও অবহেলিত মানুষের কথা তোলে ধরেন ছড়া, কবিতা ও ছোট গল্পে।

তথ্য: কবি কর্তৃক সংগৃহীত।

Leave a Reply

Scroll to Top