Our Sherpur

Asma Reja : তুলশীমালা চালের খিচুড়ি ও পায়েস

Asma Reja

’উইবাসীরা সবাই ভালো আছেন আশাকরি এবং সবাই নিশ্চয়ই কাউন্টডাউন শুরু করেছেন “উই কালারফুল ফেস্ট” এর জন্য। আমিও ভিতরে ভিতরে এক ধরনের উদগ্রীব নিয়ে অপেক্ষায় আছি কি হয় কোথায় হয় দেখার জন্য। যাই হোক বরাবরের মতোই আজকেও এসেছি রিভিও নিয়ে। আমাদের অতি প্রিয় ছোট ভাই দেলোয়ার ভাইয়ের তুলশীমালা চাল দিয়ে খিচুড়ি এবং পায়েস রান্না করেছিলাম। যা শুনেছি উনার চালের সুনাম তার চেয়ে বেশি সুঘ্রান যুক্ত এবং ভালো চালগুলো। এ যেন পোলাওর চালকেও হার মানায়। বেশি ভালো লেগেছে রাইসা মনি এই চালের রান্না খিচুড়ি খুব পছন্দ করে খেয়েছে আলহামদুলিল্লাহ। অনেক শুভকামনা এবং দোয়া রইলো দেলোয়ার ভাই এর জন্য।’

Payesh by Asma Reja
Payesh by Asma Reja
খিচুড়ি

সূত্র : ফেসবুক

Leave a Reply

Scroll to Top