Our Sherpur

মৌ মাহজাবীন : বৃষ্টির দিনে তুলশীমালার ভুনা খিচুড়ি

মৌ মাহজাবীন : খাবার এ রিভিউ নম্বর কত জানি না? তুলশীমালা চাল Md Daloare Hossain ভাইয়ার। আমার কি যে অভ্যাস খারাপ করছে Anuja Imtiaz আপু। প্রধান আসামী হিসেবে আমি উই এ কাঠগড়ায় দাড় করালাম।

আনুজা আপু হুট করেই আমাকে জিজ্ঞেস করছে ঈদের কেনা কাটা করছো? উই থেকে ঈদের কেনা কাটা করো… অনেক ভালো কোয়ালিটি আর ভালো জিনিস পাবা। আপুর কথাতেই দুই সপ্তাহে আমার উই থেকে ড্রেস + খাবার অর্ডার করছি প্রায় ১০০০০৳ মতো, তবে খাবার বেশী খায়ছি।

মৌ মাহজাবীন
মৌ মাহজাবীন

খুবই ভালো সময়ে তুলশীমালা চাল এসেছিলো। বলা যায় পারফেক্ট সময়ে। মেঘলা আকাশ, ঝুম ঝুম বৃষ্টি তুলশীমালা ভূনা খিচুড়ি আর ভূনা মাংস সাথে আচার আর সালাদ। সবার মুখেই এতোদিন শুনে আসছিলাম অনেক মজা তুলশীমালার খিচুড়ি। নিজেই এবার টেস্ট করলাম..

উফফফ! অসাধারণ টেস্ট… আমার আম্মু নিজে রান্না করে, নিজেই রিভিউ দিয়ে বলছে, “যতবার ভূনা খিচুরী রেধেছি তার চেয়ে এবারে খিচুড়ি আলাদা রকম স্বাদ।”

ধন্যবাদ দেলোয়ার ভাই… এবারের ঈদ টা উই কে নিয়ে শুরু হবে, উই কে দিয়েই শুরু হবে??।

ধন্যবাদ Razib Ahmed স্যার, নাসিমা আক্তার নিশা আপু কে আমাদেরকে এতো সুন্দর একটা উই প্ল্যাটফর্ম দেয়ার জন্য। যেখানে ঘরে বসেই ঈদের কেনাকাটা বিশ্বাস আর আস্থা নিয়ে করা যায়।

পোস্ট সূত্র : মৌ মাহজাবীন উইমেন এন্ড ই-কমার্স

Leave a Reply

Scroll to Top