Our Sherpur

প্রিয় পণ্যের শীর্ষে তুলশীমালা – Farhana Kanan Lucky

ফারহানা কানন লাকি : ??আজ কথা বলব তুলশীমালা চাল নিয়ে??

হেডলাইন পড়ে অনেকেরই কপাল কুচকে গেছে। কি আশ্চর্য এটা নিয়ে কথা বলার কি আছে? তুলশীমালা চালের নাম জানেনা এমন একটিভ মেম্বার আছে নাকি গ্রুপে।

ঠিক বলেছেন গ্রুপে একটিভ মেম্বার কিন্তু তার ঘরে তুলশী মালা চালের ভাত, পোলাউ, খিচুড়ি, বিরিয়ানি, তেহারী , পিঠা কিংবা অন্ততপক্ষে পায়েস রান্না হয়নি কোনদিন – এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।

কিন্তু আপনি একবার আপনার বুকে হাত রেখে বলেন তো উই গ্রুপে আসার আগেই এই চালের নাম আপনি জানতেন কিনা ??

আমি নিশ্চিত আপনি জানতেন না। শুরু থেকে দেলোয়ার ভাই প্রতিটি স্টেপে তুলশীমালা চাল কে পরিচিত করেছেন আমাদের সাথে। চারা গাছ থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত। চাল রেডি হবার পরে প্রথম লটে যারা এই চালের ডেলিভারি নিয়েছেন তাদের রিভিউ এর বন্যায় ভেসে গেছেন ভাই।

? অসাধারণ ঘ্রাণ
? পেট ভারী হয় না
? বাচ্চাদের প্রিয়
? অল্প সময়ে রান্না হয়

FB IMG 1587119166259
Farhana Kanan Lucky

আরো কত কত মনের কথা লিখেছেন এই গ্রুপের মেম্বাররা। এই গ্রুপে
?সবচেয়ে বেশি রিভিও পাওয়া দেশীয় পণ্য ” তুলশীমালা চাল”।
? সবচেয়ে জনপ্রিয় পণ্য “তুলশীমালা” চাল।
? এই গ্রুপের সবচাইতে বেশি বিক্রী হওয়া পণ্য “তুলশীমালা” চাল
? সবচেয়ে বেশি কাস্টমার আছে যে পণ্যের তা হলো ” তুলশীমালা” চাল
? শেরপুর জেলার ব্র্যান্ড ” তুলশীমালা” চাল

আমাদের সকলের প্রিয় পণ্যের তালিকায় শীর্ষে যে পণ্য “তুলশীমালা” চাল, আমরা কেউই এই গ্রুপে আসার আগে এই চালটির নাম জানতাম না – টেষ্ট করা তো দূরের কথা।

আমাদের সবার কাছ থেকে দেলোয়ার ভাই একটা বড় ধন্যবাদ পেতেই পারেন। কি বলেন? আসুন “তুলশীমালা” নিয়ে সবার ভালবাসা ভাল লাগার কথা গুলো লিখে পোস্ট করে নতুনদেরও পরিচিত করিয়ে দেই আমাদের প্রিয় পণ্যটির সাথে।

তুলশীমালা ধানের ঘ্রানে
মন ভরে যায় রোজ
শেরপুর এলে আপনি পাবেন
এমন ধানের খোঁজ।

Leave a Reply

Scroll to Top