জ্যোতি পোদ্দার ১৯৭৪ সালের ৩০ সেপ্টেম্বর শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। ন’য়ের দশকের এই কবি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন। তিনি একাধারে লিখছেন কবিতা ও গদ্য– বিশেষ করে প্রাণ ও প্রকৃতি নিয়ে।
প্রকাশিত গ্রন্থ
বইয়ের নাম | প্রথম মুদ্রণ | |
১ | (a+b)2 উঠোনে মৃত প্রদীপ | ১৯৯৭ |
২ | সীতা সংহিতা | ১৯৯৯ |
৩ | রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট | ২০০২ |
৪ | ইচ্ছে ডানার গেরুয়া বসন | ২০১১ |
৫ | করাতি আমাকে খুঁজছে | ২০১৭ |
৬ | দুই পৃথিবীর’ গ্যালারি | ২০১৯ |
এছাড়া তিনি নিজের জেলা, ইতিহাস ও প্রকৃতিকে জানার নেশা থেকে জানাতে লিখছেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায়। পত্রপত্রিকা ও অনলাইনে কবিতাসহ শেরপুরের বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত হয় তার লেখা। এই ওয়েবসাইটে তিনি লিখছেন ও সম্পদনা করছেন। লেখকের সব লেখা পড়তে ক্লিক করুন।
শেরপুরে স্থানিকের কাজগুলো এক মলাটে আনার ধারণা থেকে ১৯৭০-২০ সাল পর্যন্ত প্রকাশিত ছোটকাগজগুলো সংগ্রহ করেছেন জ্যোতি পোদ্দার। তিনি যা পেয়েন তাই দুহাত পেতে নিয়েছেন এবং নিজের কথাবার্তাসহ স্থানিকের হদিশ দেওয়ার চেষ্টা করেছেন। এই পুরো কর্মযজ্ঞে একটা নেশার মতো কাজ করেছে লেখকের। তাই এই বোরিং কাজেও তিনি আনন্দ খুঁজে পেয়েছেন। সেই সাথে অন্যদের জানার নেশা তৈরিতে কাজ করেছেন। লেখকের এই প্রচেষ্টা অতীতের সাথে বর্তমানে ’শেরপুরের ছোটকাগজ চর্চার’ একটি সংযোগের সাকু তৈরি করেছে।
মোঃ দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা: আওয়ার শেরপুর।
Table of Contents
তথ্যসূত্র: লেখক কর্তৃক সংগৃহীত।