Our Sherpur

Afroza Chowdhury Sima : শেরপুরের মন্ডা

মন্ডা…. নামটা শুনলেই কার নাম মুখে আসে বলেন তো? ঠিক তাই…. ওয়ান এন্ড ওনলি দেলোয়ার ভাই।

অনলাইন অর্ডার: Monda is a best sweet of Sherpur

দেলোয়ার ভাই খুবই হেল্প ফুল একজন মানুষ। দিনাজপুরের শাড়ির ইভেন্টে তিনি পুরো সময়টা জুড়ে নাফসিনকে নিয়ে কতোটা আমাকে হেল্প করেছেন, ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। এমনকি আমাকে রাত ৯ টায় রিলেটিভের বাসায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। একেই বলে সহানুভূতি ও সহমর্মিতা। সেজন্য কৃতজ্ঞ থাকবো সারাজীবন ভাইয়ার কাছে।

শেরপুরের অনুরাধার মন্ডা
Clicked : Afroza Chowdhury Sima

এখন আসি ভাইয়ার পাঠানো শেরপুরের মন্ডা নিয়ে। Razib Ahmed স্যারের ডাকা মিষ্টি ওয়েভে ভাইয়ার ক্রেতা হয়েছিলাম মন্ডার।যদিও একটু এর স্বাদ পেতে দেরি হয়ে গেলো, তবে সবটা পুষে গেলো এটি খাওয়ার পর।

খেয়ে যা যা অনুভূতি হলো আমার। পারফেক্ট মিষ্টির পরিমাণ। মুখে দিলেই হাওয়া মিঠাইয়ের মতো গায়েব হয়ে যায়।

অসংখ্য ধন্যবাদ Md Daloare Hossain ভাইয়া শেরপুরের জেলা পণ্যকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য।আর আপনার উদ্যোগের জন্যও অনেক অনেক শুভকামনা। বরাবরের মতোই ধন্যবাদ রোকাইয়া চৌধুরী তন্বী আপুকে। আপুর জন্যই দিনাজপুরে বসেও মন্ডা খেতে পারছি।

অনুরাধার মন্ডা

Leave a Reply

Scroll to Top