Our Sherpur

সুনীল বরণ দে | Sunil Boron De

সুনীল বরণ দে সারা জীবন মফস্বলেই কাটিয়ে গেছেন। ঢাকা থেকে দুশ কিলোমিটার উত্তরে শেরপুর জেলার প্রাণকেন্দ্রে ১৯৩৮ সালে তাঁর জন্ম।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

লেখাপড়া

১৯৫৯ সালে গ্রাজুয়েশন করে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। শেষ জীবনে তিনি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর (উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন।

বাঁধ ভেঙে দাও উপন্যাসের প্রচ্ছদ
সুনীল বরণ দে রচিত বাঁধ ভেঙে দাও উপন্যাস

লেখালেখি

জীবনের প্রথম পর্যায়ে তিনি ব্যাপৃত ছিলেন সৃষ্টিশীল সাহিত্যকর্মে। পরে লেখালেখি ছেড়ে দিয়েছিলেন। বিংশ শতাব্দীর ষাটের দশকের দিলরুবা, সওগাত ইত্যাদি পত্রিকায় তাঁর রচনা ছড়িয়ে আছে। ১৯৬৫ সালে ঢাকা থেকে প্রকাশিত হয় সুনীল বরণ দে রচিত নাট্যগ্রন্থ সর্বহারা। বাঁধ ভেঙে দাও উপন্যাসের যে ’প্রেস কপি’ পাওয়া গেছে সেখানে লেখা ছিল বৈশাখ ১৩৬৭ বঙ্গাব্দ। এটি নিশ্চয়ই এরও কিছু আগে রচিত হয়ে থাকবে। অর্থাৎ মাত্র ২২ বছর বয়সে লেখক এই উপন্যাস রচনা করেন। উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন ‘পরম পূজ্যপাদ স্বর্গগত পিতামহের শীরচরণে।’

মৃত্যুবরণ

ক্যান্সারক্রান্ত হয়ে ১৯৯২ সালের ২৮শে আগস্ট মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: বাঁধ ভেঙে দাও (উপন্যাস)।

Leave a Reply

Scroll to Top