Our Sherpur

Prity Jahan: তুলশীমালা মানেই যে দেলোয়ার ভাই

Prity Jahan

‘সুন্দর একটা নাম কিন্তু সহজেই অন্যকে আকৃষ্ট করতে পারে। তুলশীমালা তেমনই একটা নাম। আমি নিজে শেরপুর জেলার বউ হয়েও উই তে এসেই প্রথম এই (তুলশীমালা) চালের নাম টার সাথে পরিচিত হই এবং নাম টা মনে গেঁথে যায়। আহ! কি সুন্দর একটা নাম!! আর তুলশীমালা মানেই যে দেলোয়ার ভাই এটাও প্রথম থেকেই শুনে আসছি৷ অবশেষে দেশি ভাই এর সাথে আমার পোস্টে উনার কমেন্টের মাধ্যমে পরিচয় হয়।

অনেক আগ্রহ ছিল উনার কাস্টমার হবো তাই তুলশীমালা চাল অর্ডার করে ফেলি। ভাইয়া জানান এখন নাই নতুন চাল উঠলেই পাওয়া যাবে। সময় মত উনি ম্যাসেজ দিলেন এবং ঠিকানা, ফোন নং নিয়ে উনি নিজেই ডেলিভারি দিতে চলে আসলেন। জানা গেলো উনার বাসা আমার বাসার কাছেই। যেহেতু দেশি ভাই তাই কর্তার সাথে ভালোই জমে গেলো আলাপচারিতা। খুব এক্টিভ মানুষ একজন।

তুলশীমালা চাল দিয়ে পোলাও, বিরিয়ানি, পায়েস করার পর আজ করেছিলাম ফ্রায়েড রাইস। ছবিতে কি বোঝা যাচ্ছে না কতটা মজাদার হয়েছে। দেশি ভাইয়ের দেশি চালের খাবার খাচ্ছি পরম তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ।’

Md Daloare Hossain & Prity Jahan
Md Daloare Hossain & Prity Jahan

সূত্র : ফেসবুক

Leave a Reply

Scroll to Top