Our Sherpur

দেলোয়ার ভাইয়ের তুলশীমালার রিপিট কাস্টমার

নুসরাত জাহান জলি: মজার বিষয় হলো এক সাথে দুই রিভিউ চলছে। বেশ ভালো লাগলো আমার কাছে বিষয়টা। Khues Bo প্রথমে বলি খুশবু আপুর কথা। উনার কথা এত মিষ্টি! একদম উনার রসগোল্লার মত। রসগোল্লা নিয়ে আর একদিন বলবো। আজ বলছি বেরেস্তা নিয়ে। বেরেস্তা যেমন ঝরঝরে তেমন কালার। সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। আর মুচমুচে? বেরেস্তা আমি রোজার মধ্যে নেই। রোজায় হালিম সহ নানা পদে খেয়েছি, ঈদে ব্যাবহার করেছি। ঈদের পরে এখনো মুচমুচে আছে। আলহামদুলিল্লহ! এখন আপনারাই বুঝতে পরবেন উহার গুনগত মান কেমন। আমি এখন ফ্রী হয়ে গেলাম। বেরেস্তা নিয়ে আমাকে আর টেনশান করতে হবে না। ধন্যবাদ খুশবু আপুকে।

101906881 10223257684613832 2759139754623631360 n
ডানে নুসরাত জাহান জুলি ও বামে তার স্বামী

এবার আসি দেলোয়ার ভাই এর তুলশীমালা চালের কথায়।

তুলশীমালা চালের রিভিউ এর শেষ নাই। আমার নতুন করে বলার কিছু নাই তার পর ও বলছি। আমি দেলোয়ার ভাইয়ের রিপিট কাস্টমার। এই চাল দিয়ে খিচুড়ি পোলাও এত মজা হয় যে কি বলবো আর! আমার ছোট ছেলে খাবারের স্বাদের ব্যাপারে বুঝে ভালো। মাঝে এই চালটা ছিল না তখন সে রাগ করতো কেন আমি আগে থেকে কিনে রাখিনি? এখন বুঝেন ব্যাপার টা। যেমন সুগ্রান তেমন মজার চালটা। যাই বানাই তাই মজা হয়। আমি যেহেতু ক্যাটারিং সার্ভিস করি এরা আমার রিপিট কাস্টমার হবে আশা করি। নিচে দুজনের প্রোডাক্ট এর ছবি একসাথে হলো। মজার না বিষয় টা। আমি কিন্তু খুব মজা পেয়েছি।

Leave a Reply

Scroll to Top