Our Sherpur

তুলশীমালার খাবারে গ্যাসের সমস্যা হয় না।। Ayesha Hena

আয়শা হেনা : রিভিও পোস্ট অবশ্য একের ভেতর ২ টা জিনিসের রিভিও তুলশীমালা চালের জন্য আর মসলার জন্য।। আমি অনেক দিন থেকে তুলশীমালা চাল নিব নিব করে নেওয়া হচ্ছিলনা।। ১৫/১৬ দিন আগে একটা পোস্ট দেই চাল কার কাছে আছে।। দেলোয়ার কমেন্ট করেন, তারপর নক দেই।। ওই দিন কথা বলেই সাথে সাথেই অর্ডার করি চালের।। ৩/৪ দিনপর হাতে পাই।। এর ভেতর রান্নাও হইছে খাওয়াও হইছে কিন্তু ছবি তুলে দেওয়ার মত সময় ছিল না।। আজকে আবার রান্না করলাম আর ছবি তুলে নিলাম।। আমি খুব কম পোলাও খাই কারন আমার গ্যাসের সমস্যা আছে কিন্তু তুলশীমালা চালের পোলাও খাবার পর কোন সমস্যা হয়নি আর আমার বাচ্চাদের এতো পছন্দ হইছে ইনশাআল্লাহ আবার নিব আমি।। মসলার পোস্ট দেখে জিনাত আপুকে নক দেই আপুর থেকে ৩ ধরনের মসলা নেই আমি অনেক দিনপর মসলার স্বাদ পেলাম মনে হল সেই গ্রামের বাড়ীতে গেলে যেমন রান্নার একটা আলাদা স্বাদ থাকে ঠিক তেমনি।। উইতে না আসলে এই খাটি জিনিসে সন্ধান কখনও পেতাম না।। খাটির খোজে উই এখন বাংলাদেশের একমাত্র গ্রুপ।।

তুলশীমালা চালের পোলাও, গলদা চিংড়ি মাছের ভুনা, মুরগির মাংস ভুনা।।

received 234605521051131
Ayesha Hena

Leave a Reply

Scroll to Top