ছলমা আলম : আসসালামু আলাইকুম উইবাসী। দেলোয়ার ভাই একটা সুখবর দেই গতকাল যে ৪কেজি তুলশীমালা চাল কিনছি শুধু মাত্র আমার প্রতিষ্ঠান H& F food এর জন্য, তুলশীমালা চাল দিয়ে বানিজ্যিক ভাবে ডেজাট আইটেম (পায়েস ও জদা) শুরু করলাম, আলহামদুলিল্লাহ?। ছোট করে যাত্রা শুরু করলাম। এই চাল দিয়ে ডেজার্ট আইটেম তৈরি করে ডেলিভারি দিলাম। সেই কাস্টমার বলেছে মানে তাদের রিভিউ জানতে চেয়েছিলাম ওরা বলছে আলাদা একটা ঘ্রাণ আছে। আমি বললাম এখন থেকে এই তুলশীমালা চালের পায়েস দেবো, ওদের পছন্দ হয়ছে। এর পর ওই কাস্টমার বলল এটা কি ধরনের চাল। সব বলার পর বেশ ইন্টারেস্ট। ভাই লিংকটা ইনবক্সে দিয়েন। একটু হলেও আমার স্বপ্ন যাত্রা শুরু করলাম ঘি আর চাল দিয়ে।? আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভ কামনা। ❤?
তুলশীমালা চাল দিয়ে বানিজ্যিক ভাবে ডেজাট ।। Salma Alam
