Our Sherpur

বৃষ্টির দিনে তুলশীমালার খিচুড়ি ।। Saiful Islam Rabby

সাইফুল ইসলাম রাব্বি : ইহা তুলশীমালা চালের খিচুড়ি??? আমার সবচেয়ে প্রিয় খাবার, কোন বিশেষ দিন বা বৃষ্টির দিন নয় আমাকে যদি বলা হয় বারো মাস ৩ বেলা শুধু খিচুড়ি খেয়ে থাকতে হবে, আর কিছুই পাবে না, বিশ্বাস করেন আমার এতটুকু কষ্ট হবে না, এটাতো গেলো মনের কথা কিন্তু ইদানীং সকালে খিচুড়ি খেলেই পেট অনেক ভার হয়ে থাকতো কেমন জানি একটা অস্বস্তি লাগতো, তাই প্রায় একরকম খিচুড়ি খাওয়াটাই ছেড়ে দিয়েছিলাম, কয়েকদিন আগে রাজীব স্যারে একটা পোস্টে কমেন্ট করেছেন দেখলাম তুলশীমালা চালে নাকি কোন রকম গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা করে না, স্যার নিজে খাচ্ছেন, কমেন্ট দেখেই সাথে সাথে দেলোয়ার ভাইকে নক দিলাম ভাই একটু টেস্ট করার জন্যে আমাকে ২ কেজি চাল দেন, দেলোয়ার ভাইয়ের ডেলিভারি ছিলো অন-টাইম, এইটা ই-কমার্সের ক্ষেত্রে খুব বড় একটা ব্যাপার।

অবশেষে আজ সৌভাগ্য হলো তুলশীমালা চালের স্বাদ গ্রহন করার, স্বাদে ও ঘ্রানে সত্যি অনন্য তুলশীমালা চাল। আর না পেটে কোন সমস্যা হয় নি, আলহামদুলিল্লাহ। রাজীব স্যারকে অনেক ধন্যবাদ ভালো কিছু পাশে থাকার জন্যে, আর দেলোয়ার ভাইকে বলবো অবশ্যই মান ধরে রাখতে হবে ভাই, আপনি খুব শীঘ্রই এই চালের বিশাল একটা বাজার পেতে যাচ্ছেন, অনেক দোয়া আর শুভ কামনা তুলশীমালার দেলোয়ার ভাইয়ের জন্যে।

Leave a Reply

Scroll to Top