Our Sherpur

শেরপুরে ভ্রাম্যমাণ লাইব্রেরির স্পট

শেরপুরে ভ্রাম্যমাণ লাইব্রেরির স্পট

মানব চিত্তের সার্বিক বিকাশের জন্য বই খু্‌বই জরুরি। তবে অর্থের কারণে সকল বই ক্রয় করা এবং পড়া হয়ে উঠেনা। নিয়মিত পাঠকদের অন্যতম ভরসার স্থান হলো লাইব্রেরি/গ্রন্থাগার। লাইব্রেরি খোলা থাকার সময় আর মানুষের কর্ম সময় (অফিস/কর্মস্থল) সমান হয়ে গেছে তাই সকলে চাইলেও লাইব্রেরিতে আসতে পারে না সময়ের অভাবে আবার কর্মস্থল বন্ধের দিনের সাথেও লাইব্রেরির সামঞ্জস্য রয়েছে।

ছোট ছোট কোমলমতি শিশুদের যাতায়াতে নিরাপত্তা, গৃহিণীদের ব্যস্ততা সবকিছুকে মাথায় রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে নেওয়া হয় ”দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প।”

বই-বোঝাই এই লাইব্রেরি সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে শহরের পাড়ায় পাড়ায় পাঠকের দোরগোড়ায় উপস্থিত হয়ে সদস্যদের মধ্যে বই দেওয়া নেওয়া করে। ২০০০ বইয়ের সংগ্রহ নিয়ে শেরপুর জেলা চারটি উপজেলার (সদর, নকলা, নালিতাবাড়ী এবং শ্রীবরদী) ৪২ টি স্পটে গাড়িটি যায় এবং ৩০ মিনিট করে অবস্থান করে প্রতিটি স্পটে।

এই লাইব্রেরিতে আছে জনপ্রিয় উপন্যাস, গল্পের বই, ভ্রমণ কাহিনী, কবিতা বই, প্রবন্ধ বই, জীবনী গ্রন্থ থেকে শুরু করে ধর্ম, বিজ্ঞান, ইতিহাস সহ সকল প্রকার বই। শেরপুরে ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে বই বাড়িতে নিয়ে পড়তে হলে সদস্য হতে হবে। সাধারণ সদস্য হওয়ার জন্য ১০০ টাকা এবং বিশেষ সদস্য হওয়ার জন্য ২০০ টাকা ফেরৎযোগ্য (নিরাপত্তার স্বার্থে) অর্থ জমা দিতে হবে এবং প্রতিমাসে ১০ টাকা করে বই রক্ষনাবেক্ষণ ফি দিতে হবে।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ লাইব্রেরি স্পট এবং সময় বন্টন

শুক্রবার (শেরপুর সদর)

  1. গৃদ্দানারায়ণপুর সরকারি স্কুল সকাল ৮-৯ টা
  2. পুলিশ লাইন্স সেন্টার সকাল ৯-১০ টা
  3. বন বিভাগ, পূর্ব শেরী সকাল ১০-১১ টা
  4. নাগপাড়া ওয়ারলেস মোড় বেলা ১১-১২ টা
  5. শিল্পকলা একাডেমি দুপুর ২-৩ টা
  6. সদর উপজেলা কোয়ার্টার বেলা ৩-৪ টা
  7. সিংপাড়া মোড় বিকাল ৪-৫ টা
  8. ডিসি উদ্যান বিকাল ৫-৬ টা
  9. পুরাতন গরুহাটি (পানির ট্যাংক) সন্ধ্যা ৬-৭ টা
  10. সদর হাসপাতাল সন্ধ্যা ৭-৮ টা

শনিবার (নকলা)

  1. গণপদ্দী উচ্চ বিদ্যালয় সকাল ১০-১১ টা
  2. দিশারী উচ্চ বিদ্যালয়  বেলা ১১-১২ টা
  3. নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দুপুর ১২-১ টা
  4. চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজ দুপুর ১-১.৩০ টা
  5. সরকারি হাজী জাল মাহমুদ কলেজ দুপুর ১.৩০-২.১৫ টা
  6. নকলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুপুর ২.১৫-৩ টা
  7. শাহরিয়া ফাজিল মাদ্রাসা বেলা ৩-৪ টা

রবিবার (নালিতাবাড়ী)

  1. সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয় সকাল ১০.৩০-১১.৩০ টা
  2. তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১১.৩০-১২.৩০ টা
  3. শহীদ আ: রশিদ মহিলা কলেজ  দুপুর ১২.৩০-১.৩০ টা
  4. তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা দুপুর ১.৩০-২.৩০ টা
  5. হিরণময়ী  উচ্চ বিদ্যালয় ২.৩০-৩.৩০ টা
  6. গড়কান্দা মহিলা আলিম মাদ্রাসা ৩.৩০-৪.৩০ টা

সোমবার (শ্রীবরদী)

  1. শ্রীবরদী সরকারি কলেজ সকাল ১১-১২ টা
  2. শ্রীবরদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১২-১ টা
  3. আইডিয়াল প্রিপারেটরি স্কুল ১-২ টা
  4. এ পি পি আই উচ্চ বিদ্যালয় দুপুর ২-৩ টা
  5. শ্রীবরদী মহিলা কলেজ বেলা ৩-৪ টা
  6. তাঁতীহাটী আইডিয়াল স্কুল বিকাল ৪-৫ টা

বুধবার (টাউন)

  1. শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সকাল ১১-১২ টা
  2. পুলিশ লাইন একাডেমি ১২-১ টা
  3. আইডিয়াল প্রিপারেটরি এন্ড স্কুল দুপুর ১-২ টা
  4. গোপালবাড়ী ইউনাইটেড স্কুল  দুপুর ২-৩ টা
  5. সজবরখিলা ফৌজিয়া মতিন পাবলিক স্কুল বেলা ৩-৪ টা
  6. সরকারি মহিলা কলেজ/পাতাবাহার বিকাল ৪-৫ টা

বৃহস্পতিবার (শেরপুর সদর)

  1. ভিক্টোরিয়া স্কুল বেলা ১১-১২ টা
  2. শেরপুর সরকারি কলেজ দুপুর ১২-১ টা
  3. আইডিয়াল স্কুল দুপুর ১-২ টা
  4. খরমপুর (চার রাস্তা) ২-৩ টা
  5. মুকুল একাডেমি বেলা ৩-৪ টা
  6. নবারুন পাবলিক স্কুল বিকাল ৪-৫ টা

যেকোন প্রয়োজনে- 01318-245754
বিঃদ্রঃ পাঠকদের চাহিদার প্রয়োজনে উপযুক্ত স্পট ও সময় যেকোন সময় পরিবর্তন হতে পারে।

শেরপুরে ভ্রাম্যমাণ লাইব্রেরি

Leave a Reply

Scroll to Top