Our Sherpur

Sadia Afroza : তুলশীমালা চাল | গুড়ের সন্দেশ

Sadia Afroza

Sadia Afroza

আসসালামু আলাইকুম। সেদিন দিয়েছিলাম তুলশীমালা প্যাকেটের রিভিউ। আজ কিন্তু রান্নার রিভিউ নিয়ে এসেছি।

গতকাল আমার জন্ম দিন ছিলো। সেই উপলক্ষে তার আগের দিন আমার মায়ের ছাদে ছিল আমার পিচ্চি পুচ্চিদের বার বি কিউ পার্টি। সেই দিনই রান্না হলো Mosaddika Liza আপুর গিফট দেওয়া Md Daloare Hossain ভাইয়ের তুলশীমালা চাল দিয়ে খিচুড়ি।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

কি যে সফট সেই খিচুড়ি। প্যাকেট খুললে ঘ্রানে ভরে যায় ঘর, আর রান্নার সময় তো পুরো রান্নাঘর সুবাসে ভরে গেল। এখন আসি খিচুড়ির কথায়। আমি মাছে ভাতে বাংগালি। রিচ ফুড একদম ই পছন্দ নয়। আমার এক মাত্র রাজকন্যা ও আমার মতো। রিচ ফুড খেলে আমার প্রচন্ড রকম এসিডিটি হয়। কিন্তু তুলশীমালা চালের খিচুড়ি আমি এবং আমার মেয়ে আরামসে খেলাম। কোন রকম অসস্তি হয়নি। এত মজার,, খেতেই ইচ্ছে করে শুধু। আমার বাসায় সেদিন ৩০ জনের খিচুড়ি রান্না হয়েছিল এই তুলশীমালা চাল দিয়ে।

শেরপুরের গুড়ের সন্দেশ
শেরপুরের গুড়ের সন্দেশ

আর সাথে ছিল ভাইয়ের শেরপুরের গুড়ের সন্দেশ। সবাই খুব মজা করে খেলো। আমার ভাই তো খুব ই পছন্দ করেছে,, এবং বলল, এটা তো সারাদিন ধরে একটু একটু করে খেতে ভালো লাগে আপু।

আমার আব্বা ও সারাদিন ধরে একটু একটু করেই মিষ্টি খেতে পছন্দ করে।তাই তাদের পছন্দের তালিকায় এই সন্দেশ জায়গা করে নিলো।

তুলশীমালা চাল
তুলশীমালা চাল।

অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো ভাই আপনার জন্য, আপনার our Sherpur নিয়ে অনেক অনেক দুর এগিয়ে যান এই দোয়া রইলো। সফলতা আসুক আপনার প্রতিটি পদক্ষেপে।

Sadia Afroza
Click : Sadia Afroza

Table of Contents

পোস্ট সূত্র: টেস্টবিডি

1 thought on “Sadia Afroza : তুলশীমালা চাল | গুড়ের সন্দেশ”

Leave a Reply

Scroll to Top