Our Sherpur

Shahida Huq : সন্দেশটা বাসায় আসতে যতক্ষণ…

Shahida Huq

বলছিলাম Md Daloare Hossain ভাইয়ের গুড়ের সন্দেশের কথা I অনেক দিন ধরে চাচ্ছিলাম সন্দেশটা টেস্ট করবো, তো তিল তিল করে পয়সা জমিয়ে অর্ডারটা করেই ফেললামI অর্ডার করার পর জানতে পারলাম ডেলিভারি চার্জ ফ্রী এই প্রথম ডেলিভারি চার্জ ফ্রীতে কিছু কেনার সুযোগ হয়েছে সেই খুশি আমি। খুশিটা অবশ্য তখন ফাঁস করি নাই। এই খুশিতে অধির আগ্রহে অপেক্ষায় ছিলাম সন্দেশের জন্য I তো সন্দেশ অবশ্য শীতে, জ্যাম, বৃষ্টিতে ঠান্ডা উপেক্ষা করে অবশেষে ভিড়লো বাসায় I

Sherpurer Gurer Sondesh

সন্দেশটা বাসায় আসতে যতক্ষণ সবাই টেস্ট করার নামে যত্নের সাথে প্যাকেট টা খালি করে ফেলেছে। সবাই বলেছে এত দূর থেকে এইটুক কেন অর্ডার দিলাম! যেহেতু এইবার ডেলিভারি চার্জটা বেচেই গেলো সেটার সাথে তিল তিল করে আরেকটু পয়সা জমিয়ে আবার অর্ডার করবো ইংশাআল্লাহ I আর হ্যা তুলশিমালা চাল নিয়েছলাম যাকে দিয়েছি উনি খুব প্রশংসা করলেন আজকে আবার ফোন করে জানতে চাইলেন আমার কাছে এই চাল আরো আছে কি না! এই চালের ভাতটা খেয়ে উনি খুবই তৃপ্ত I অনেক ধন্যবাদ দেলোয়ার ভাই I

Tulshimala Rice

আর এদিকে MD Zahidur Rahman ভাইয়ের গুড় পাওয়ার পর আমার হঠাৎ পিঠা প্রেম বেড়ে গেছি I ইউটিউব এ নানান পিঠার রেসিপি দেখি আর এক্সপেরিমেন্ট করি। এদিকে পিঠা এক্সপেরিমেন্ট এর খবর কিছুটা ফাঁস হওয়ার ফলে অনেকের দাবির মুখে আমি গ্রুপের আপুদের বিভিন্ন পোস্ট পড়ে মনে অনেক সাহস সঞ্চার করে বাসার মেম্বারদের সাহায্য নিয়ে ভাইয়ের গুড় দিয়ে পিঠা বানিয়ে খাওয়াতে পেরেছি I এবারের মত পার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ I তবে মুরুব্বিরা যারা গুড় খেয়েছেন তারা আগ্রহ নিয়ে খেয়েছেন আসল গুড়ের স্বাদ পেয়েছেন বলেছেন I তো গুড় আর সন্দেশে জীবন মিঠাময়, কালকেই লইট্যা শুটকির ভর্তা করতে হবে সে যে কোন মূল্যেই হোক। আন্তরিক ধন্যবাদ দেলোয়ার ভাই আর জাহিদ ভাইকেI

Shahida Huq

Table of Contents

পোস্ট সূত্র: টেস্টবিডি

1 thought on “Shahida Huq : সন্দেশটা বাসায় আসতে যতক্ষণ…”

Leave a Reply

Scroll to Top