ঢাকা টু শেরপুর বাস | Dhaka to Sherpur bus
রাজধানী ঢাকার সাথে শেরপুরের সরাসরি যোগাযোগ কেবল সড়ক পথে। সরাসরি রেল কিংবা নদী পথে যাতায়াতের সুযোগ নেই শেরপুরে। তাই নিয়মিত ঢাকা টু শেরপুর বাস চলাচল করে অনেকগুলো। সোনার বাংলা বাস সকাল থেকে রাত পর্যন্ত ২৫ মিনিট পর পর চলাচল করলেও অন্য বাসগুলো চলাচল করে সারাদিনে ১ টি কিংবা ২টি। তাই সোনার বাংলা বাস ব্যতীত অন্য কয়েকটি বাসের সময়, ছাড়ার স্থান এবং সুপারভাইজারের ফোন নাম্বার দেওয়া হয়েছে। যেন আপনি সুপারভাইজারের সাথে যোগাযোগ করে যেকোন জায়গা থেকে উঠতে পারেন এবং শেরপুর পৌঁছতে পারেন।
ঢাকা টু শেরপুর বাসের তালিকা:
বাসের নাম | কাউন্টার | মোবাইল নাম্বার | ধরণ | সময় | |
১ | সাদিকা | মহাখালী | 01712119181 | ননএসি | সকাল ৬.৩০ মিনিট |
২ | এম.আর শেরপুর এক্সপ্রেস | গাবতলী | 01716795025 | ননএসি | সকাল ৬:৪৫ মিনিট |
৩ | মনিমুক্তা-২ | মহাখালী | 01737911411 | ননএসি | সকাল ৭.১৫ মিনিট |
৪ | সুপ্রীম নাইট কোচ | মহাখালী | 01775413541 | ননএসি | সকাল ৮ টা |
৫ | শেরপুর রেড লাইন | গুলিস্তান | 01711671686 | ননএসি | সকাল ৮.৩০ মিনিট |
৬ | প্রাইম ক্লাসিক | গুলিস্তান | 01929553822 | ননএসি | সকাল ৮.৩০ মিনিট |
৭ | মনিমুক্তা | মহাখালী | 01916595151 | ননএসি | সকাল ১০টা |
৮ | শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি | গুলিস্তান | 01741718683 | এসি | সকাল ১০.১০ মিনিট |
৯ | এফজেড লাইন | মহাখালী | 01730413171 | ননএসি | সকাল ১১.৩০ মিনিট |
১০ | শেরপুর উইমেন চেম্বার | গুলিস্তান | 01300823515 | ননএসি | দুপুর ১২টা |
১১ | মুনরাজ-২ | মহাখালী | 01755418142 | ননএসি | দুপুর ১২.২০ মিনিট |
১২ | শেরপুর টেনিস ক্লাব | গুলিস্তান | 01770774774 | ননএসি | দুপুর ১.০৫ মিনিট |
১৩ | এসি সুপার ডিলাক্স | মহাখালী | 01735621796 | এসি | দুপুর ১.১০ মিনিট |
১৪ | এস এ ট্রাভেলস-২ | মহাখালী | 01724191118 | ননএসি | দুপুর ১.৩৫ মিনিট |
১৫ | এসি ডিলাক্স | মহাখালী | 01734190665 | এসি | দুপুর ২টা |
১৬ | শেরপুর চেম্বার অব কমার্স-২ | গুলিস্তান | 01778558890 | ননএসি | দুপুর ২টা |
১৭ | এলিট এক্সপ্রেস | গুলিস্তান | 01326821812, 01711511586 | ননএসি | দুপুর ১.১০ মিনিট |
১৮ | শেরপুর চেম্বার অব কমার্স | গুলিস্তান | 01715814725 | ননএসি | বিকেল ৩.১৫ মিনিট |
১৯ | শেরপুর জেলা ক্রীড়া সংস্থা | গুলিস্তান | 01313970129 | এসি | বিকেল ৩.৩০ মিনিট |
২০ | কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি | গুলিস্তান | 01729142831 | ননএসি | বিকেল ৪টা |
২১ | সিমিন | গুলিস্তান | 01896190707 | ননএসি | বিকেল ৪টা |
২২ | শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি | গুলিস্তান | 01741729042 | এসি | বিকাল ৪:১০ মিনিট |
২৩ | সাদিকা-২ | মহাখালী | 01736990161 | ননএসি | রাত ১১.৩০মিনিট |
২৪ | সোনার বাংলা | মহাখালী | ননএসি | সারাদিন |
ঢাকা টু শেরপুর বাস ভাড়া
বাসের উপর নির্ভর করে বাস ভাড়া নির্ধারিত। সাধারণত ঢাকা থেকে শেরপুর ৩০০-৬০০ টাকা ভাড়া। ৩০০ টাকা কোন নির্ধারিত ভাড়া নয়। ৫০০-৬০০ টাকা নির্ধারিত ভাড়া। তবে লোকাল বাস দিয়ে ৩০০ টাকায়ও ভ্রমণ করা যায়। এর জন্য বাসে উঠার আগের দরদাম করে নিতে হবে।
ঢাকা টু শেরপুর কত কিলোমিটার?
ঢাকা টু শেরপুর সড়ক পথে ২০৩ কিলোমিটার। এই দূরত্ব নির্ধারণ করা হয়েছে শেরপুর থানা মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত।
Dhaka to Sherpur bus ticket price
Dhaka to Sherpur bus ticket price is 500-700 Taka AC and non-AC service. But you get a discount if you talk to a bus contractor. Always talk with contractors for updated information.
সূত্র: বাস আপডেট শেরপুর।
Khankirpola gor Service er mayra chudi
Bal er Service
Thanks for the helpful information for us.
Thank for the information.
Thanks for the content