Our Sherpur

তুলশীমালা চালের ফেনা ভাত – Romana Khondakar

Romana Khondakar

রোমানা খন্দকার : ‘তুলশীমালা চালের একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আমার ছেলে দুইদিন ধরে কোন কিছুই ঠিকঠাক মত খাচ্ছিল না। মানে মাছ, মাংস, ডিম, সবজি খিচুড়ি কোন কিছুই খাওয়াতে পারছিলাম না। তাই ভাবলাম একটু ফেনা ভাত করে দিই। Md. Daloare Hossain ভাইয়ার তুলশীমালা চাল দিয়েই করলাম। মনে হইছে এটাই সবচেয়ে সেইফ হবে। আলহামদুলিল্লাহ আমার ছেলে বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছে।

ফেনা ভাত
ফেনা ভাত

দেলোয়ার ভাইয়ের কাস্টমার হওয়ার সুযোগ হয়েছিল যখন তারা আমার বাড়ির কাছে কাস্টমার মিটআপ করতে আসার প্লান করতেছিল তখন। যাইহোক, মিট আপে ভাইয়ার সাথে পরিচয় হয়ে সত্যিই অনেক ভাল লেগেছিল। একদিনের পরিচয়েই একদম সহজভাবে কথা বলা আর আচরণ করা সবার পক্ষে সম্ভব নয়। যাইহোক, এবার পণ্য এবং সার্ভিসের কথায় আসি। আমি ইতিমধ্যে দুইদিন পোলাও রান্না করে খেয়েছি। একদম পারফেক্ট। প্যাকেজিং সুন্দর ছিল। দ্রুত ডেলিভারি পেয়েছি। প্রাইস রিজনেবল মনে হয়েছে। ওহ, ফেনা ভাতের রেসিপি লাগলে কমেন্ট করে জানান, আপারা।’

সূত্র : ফেসবুক

Leave a Reply

Scroll to Top