Our Sherpur

শেরপুরের মন্ডা হাতে পেয়ে আবেগাপ্লুত – Dr-Salma Pervin

Dr Salma Pervin

ডাঃ ছালমা পারভিন : ‘রিভিউ পেতে যেমন ভালো লাগে দিতে আরো বেশি ভালো লাগে। অনেক ইচ্ছা থাকলেও বাবার বাড়ি অনেক দিন থেকে যেতে পারছি না। বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই আমরা জানি। শুক্রবারে হঠাৎ উই তে একটা পোস্ট দেখি, মন্ডার ছবি, দেখা মাত্রই অনেক আগ্রহ নিয়ে পোস্টটা পড়ি। শেরপুরের মন্ডা নিয়ে লেখা। অন্যরকম আনন্দ লাগলো আমার এলাকার মন্ডা।

আমি শেরপুর জেলার মেয়ে। সেই জেলার মন্ডা আর আমি খাবোনা এটা কি করে হয়? ছোট ছেলে দেখেই বলে ফেললো নানু বাড়ির মন্ডা খাবো। সাথে সাথে Md. Daloare Hossain কে বললাম ভাইয়া মন্ডা কবে পাব? অধীর আগ্রহে থাকার পর পেলাম, হাতে পাওয়ার পর আবেগে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম কি বলবো। কতদিন পর নিজের এলাকার খাবার হাতে পেলাম। ধন্যবাদ ভাইয়া। অনেক মজার মন্ডা কতদিন পর পেলাম। ছেলেরা খুব মজা করে খেলো আর বলে কতদিন পর নানাবাড়ির মন্ডা খেলাম। না খেলে এর স্বাদ কেউ বুজবে না।’

সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)।

Leave a Reply

Scroll to Top