তানজীলা খানম : তুলশীমালা উই এর পরিচিত নাম
তানজীলা খানম : ’অনেক দিনের ইচ্ছে ছিলো তুলশীমালা চাল নেওয়ার। কারন এই চালের এতো এতো প্রশংসা শুনেছি যে, না নিয়ে উপায় নাই। অবশেষে মেয়ের জন্মদিন উপলক্ষ্যে Md Daloare Hossain ভাইয়াকে নক দিলাম। ভাইয়া কে বললাম আমার আরজেন্ট চাল লাগবে দিতে পারবে কিনা। ভাইয়া হ্যা বললো। আর পরের দিনই পাঠিয়ে দিলো। এতো ফাস্ট ডেলিভারি আর কারও থেকে আমি পাইনি।
আলহামদুলিল্লাহ। আর ভাইয়ার ব্যবহার তো অনেক ভালো। অনেক হেল্পফুল এটা মোটামুটি সবাই জানেন।
এবার আসি চালের বর্ননায়, চুলায় যখনি পায়েসর জন্য চাল দিলাম, একটু ফুটে ওঠার সাথে সাথেই আহা কি সুন্দর ঘ্রান। যা সচরাচর বাজারের চাল থেকে পাওয়া যায়না। মেয়ের জন্মদিনে প্রায় ৩৫ জন লোক আসছিল। আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে পায়েস টা। আজ আবার খিচুড়ি রান্না করেছি এটা বেশ মজা হয়েছে। আমার মেয়েও খুব তৃপ্তি করে খেয়েছে।?
এবার আসি চালের বর্ননায়, চুলায় যখনি পায়েসর জন্য চাল দিলাম, একটু ফুটে ওঠার সাথে সাথেই আহা কি সুন্দর ঘ্রান। যা সচরাচর বাজারের চাল থেকে পাওয়া যায়না। মেয়ের জন্মদিনে প্রায় ৩৫ জন লোক আসছিল। আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে পায়েস টা। আজ আবার খিচুড়ি রান্না করেছি এটা বেশ মজা হয়েছে। আমার মেয়েও খুব তৃপ্তি করে খেয়েছে।?
তবে হ্যা, খাওয়ার আধা ঘন্টা পর অবশ্যই এক মগ গ্রিন টি পান করা জরুরি। তাই ওটাও ফটোগ্রাফি করে দিলাম।কেউ আবার জুস ভেবে ভুল করবেন না।?
ভাইয়ার কাস্টমার সার্ভিস প্লাস পণ্য ১০০ তে ১০০। ইনশাআল্লাহ আমি রিপিট কাস্টমার হবো।