জাবা রানী মন্ডল সমাপ্তি : ’আমার বাবার কাছে একটা চালের নাম শুনেছিলাম, যার নাম তুলশীদানা চাল। আমি যেদিন উইতে জয়েন করি ঐদিন কোন এক আপু তুলশীমালা চাল নিয়ে পোস্ট দেয়। সাথে সাথে মনে পড়ে তুলশীদানা চালের কথা। মাথায় গেঁথে যায় নামটা।
তখন থেকে বলছি অর্ডার করবো, কিন্তু একটু দেড়ি হয়ে গেলো। যাই হোক তুলশীদানা আর তুলশীমালা চাল এক কিনা তা নিয়ে কিছু বলবো না, কারন চালের গুণগত মান বাবার কথার সাথে মিলে গেছে।
এখন আফসোস হচ্ছে কেনো দুই বছর আগে এই চালের খোঁজ পেলাম না। যাই হোক জন্মদাতা বাবাকে তুলশীমালা চালের মিষ্টান্ন না খাওয়াতে পারলেও জন্ম দেওয়া বাবাকে তো খাওয়াতে পারলাম। তাতেই আমি তৃপ্ত। ধন্যবাদ ভাইয়া, আবার যোগাযোগ হবে নিশ্চয়ই।’

সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)।