Our Sherpur

সবাইকে নিয়ে খেলাম তুলশীমালার খিচুড়ি ।। Nusrat Jahan

Tulshimala Rice for Kids

নুসরাত জাহান : আসসালামু আলাইকুম। আবার এলাম উইএর বন্ধুদের কাছে। আসতে হল দেলোয়ার ভাইয়ের জন্য। আমি গত সপ্তাহে দেলোয়ার ভাইয়ের কাছ থেকে ৫ কেজি তুলশীমালা চাল নিয়েছিলাম। প্রথম দিন পায়েস রান্না করে ভাগ্নি জামাই কে খাইয়েছি। প্রশংসা ও পেয়েছি। এই চাল আমি আমার পরিচিত জনদের অল্প অল্প করে দিয়েছি খেয়ে দেখার জন্য। তো আজ সকাল থেকে আবহাওয়া খারাপ থাকাতে কিছু রান্না করতে ইচ্ছে করছিল না। হঠাৎ করেই দেলোয়ার ভাইয়ের চালের কথা মনে পরল। আর কি চটপট রান্না করে ফেল্লাম খিচুড়ি। নিজের প্রশংসা আর কি করব। কেমন যেন কি একটা মনে হচ্ছে। এত মজা লাগছে কেন? একা খাইনি। ছেলে মেয়ে আর আমার বিল্ডিংয়েরই ৬ তলার মেয়েটিকে সাথে নিয়ে খেলাম। ছবি তোলার কথা মনেই নাই। অনেকের ই যা হয়। মেয়েটির বরের জন্যও দিয়ে দিলাম। আর বলা হলনা মেয়েটির একটা সুইট বেবি আছে। ওয়াজিহা নাম। ও খুব সুন্দর করে আমাকে আন্নি, আমার মেয়ে কে আপো আর ছেলেকে ভাইয়া ডাকে। দেলোয়ার ভাইয়ের চালের রিভিউ টা কিন্তু বেবিটাই দিয়েছে।

তুলশীমালার খিচুড়ি 2
তুলশীমালার খিচুড়ি

Leave a Reply

Scroll to Top