Our Sherpur

তুলশীমালা চালের খিচুড়ি

সায়মা বেগম : গতকাল দুপুরে রান্না করেছিলাম। ছেলে স্কুল থেকে এসে ঘরে ঢুকেই বললো এতো সুন্দর বাসনা কিসের? আমি আর কিছু বলিনি। এটা ছেলের প্লেট। খিচুড়ি তার বরাবরই খুব প্রিয়। দেখে তো খুব খুশি আর বলে -ওহ এই খিচুড়ির বাসনা? সে কিন্তু দেলোয়ার মামাকে ধন্যবাদ দিয়েছে। মানে আমাদের Md Daloare Hossain ভাইকে।

সায়মা বেগম
সায়মা বেগম

এতো সুন্দর ঘ্রাণ আর ঝরঝরে ছিলো খিচুরি আমার স্বামীও খুব পছন্দ করেছে। দেলোয়ার ভাইকে অনেক অনেক ধন্যবাদ এতো ভালো চালের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। আজ বিরিয়ানি রান্না করেছি। এই রিভিউ রাতে দেবো।

আছি তুলসীমালা নিয়ে।
সামনে আরও রিভিউ আসবে???

Leave a Reply

Scroll to Top