Our Sherpur

তুলশীমালার সাথে খাবার-দাবার (প্রথম পার্ট)

সিদরাত ফারজানা আঁখি : আমার মেয়েটা একদম আমার বিপরীত। আমার মিষ্টি খেতে ভালো লাগে। কিন্তু তাকে কোনভাবেই মিষ্টি খাওয়ানো যায় না। কিন্তু তুলশীমালা পেয়েই সবার আগে আমার মন চাইলো পায়েশ রাঁধতে, মণিকা আপুর ঐদিনের পায়েশে আমার লোভ লেগে গেছে। তাই মেয়ের জন্য গরুর দুধ, তাল মিছরি, খেঁজুর পাউডার আর মিক্সড বাদাম পাউডার দিয়ে পায়েশ রাঁধলাম। রান্নার সময় কি যে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে!
(আলহামদুলিল্লাহ) মেয়েও এতো সুন্দর করে খেয়েছে, দেখে আমার চোখে পানি চলে এসেছে একদম। মানে কি বলবো, যে বাচ্চাকে কলা খাওয়াতে পারিনা, মিষ্টি সহ্য করতে পারেনা বলে। সে আজকে পায়েস খেলো! আবার চামচ দিয়ে আমাকেও খাইয়ে দিয়েছে।?

তুলশীমালার সাথে খাবার দাবার 2
তুলশীমালার সাথে খাবার-দাবার
তুলশীমালার সাথে খাবার দাবার
তুলশীমালার সাথে খাবার-দাবার

দেলোয়ার ভাই, আপনার জন্য দোয়া?আল্লাহ যেন আপনার হায়াত বাড়ায় দেন।

.

.

.

তুলশীমালার সাথে খাবার-দাবার (শেষ পার্ট)?

একটা বিশাল রিভিউ দেয়ার ইচ্ছে ছিলো, কিন্তু হলো না। টেবিলে দিতে দিতে শেষ, ছবিই তুলতে পারলাম না। শেষে নিজের প্লেটের ছবি তুললাম খালি!?

তুলশীমালার সাথে খাবার দাবার 1
তুলশীমালার সাথে খাবার-দাবার

আমার বর স্ট্রিক্ট ডায়েটে আছেন, তিন মাস ধরে সব ধরনের কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ। কিন্তু আজকে বেচারার ডায়েটই বন্ধ করে ফেলেছি আমি?ঘরের ঘি আর তুলশীমালা চালের খিচুড়ির ঘ্রাণে বিয়ে বাড়ি ফিল হচ্ছিলো আমার। সাথে ছিলো হাঁসের মাংস আর ইলিশ ভাজা, আমার বর মহাশয়ের প্রিয়।??

Leave a Reply

Scroll to Top