মাইমুনা তাসনিম মানহা
শিশু কবি মাইমুনা তাসনিম মানহা’র জন্ম ২০০৭ সালের ২২ শে মার্চ রাংটিয়া অন্তর্গত শালচুড়া গ্রামের নলকুড়া ইউনিয়নের ঝিনাইগাতী উপজেলার শেরপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা আরিফুর রহমান এবং মাতা সারাবান তোহুরা বিজলী’র একমাত্র সন্তান তিনি। ডাক নাম অর্পিতা।
শালচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সফলতার সাথে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কবি বর্তমানে শালচুড়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ছেন। সেই ষষ্ঠ শ্রেণি থেকেই ছড়া কবিতা লিখে বন্ধু বান্ধব এবং শিক্ষকদের মাঝে ইতোমধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তাঁর প্রথম প্রকাশিত ছড়ার বইয়ের নাম “ঝিনাইগাতির পাখি“।
তাছাড়া কবির বেশ কিছু ছড়া-কবিতা বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকা এবং ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাঁর লেখা কবিতা মুজিব আসবে ফিরে শেরপুর জেলার নামকরা ওয়েব সাইট আওয়ার শেরপুর ডটকমে প্রথম প্রকাশিত হয়।
সকলে দোয়া এবং সহযোগিতা পেলে আশা করি একদিন ঝিনাইগাতির এই কিশোর কবি শেরপুর জেলা তথা ময়মনসিংহের অহংকার বলে বিবেচিত হবেন।
তথ্য সংগ্রহেঃ সাগর আহমেদ