Our Sherpur

চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়

শতবর্ষী চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়

শেরপুর জেলার নকলা উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র শতবর্ষী চন্দ্রকোনায় রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান পালন করা হয় ২০১৯ সালের ৩০ মার্চ।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

প্রসঙ্গত, তৎকালীন জামালপুর পৌরসভার জমিদার শ্রী গোপাল দাস চৌধুরী তাঁর বাবা গোবিন্দ কুমার (জিকে) এর নামে শেরপুর শহরে ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয় এবং তার মা রাজলক্ষ্মীর নামে নকলার চন্দ্রকোনায় রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় নামে ১৯১৯ সালে একটি শিক্ষালয় প্রতিষ্ঠাতা করেন। শুরুতে ওই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ছিল হাতে গুণা কয়েকজন। পর্যায়ক্রমে দশম শ্রেণী খোলার পর এটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপ নেয়। বিদ্যালয়টি নকলা উপজেলায় প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে মঞ্জুরি লাভ করে।

চন্দ্রকোণা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়

Leave a Reply

Scroll to Top