Our Sherpur

কবি মহিউদ্দিন বিন জুবায়েদ

মহিউদ্দিন বিন জুবায়েদের সাহিত্য কর্ম

নব্বই দশকের কবি মহিউদ্দিন বিন জুবায়েদ ১৩৮৭ বাংলা সালের ১৭ই আষাঢ় ( ১৯৮০ খ্রীঃ) রোজ মঙ্গলবার শেরপুর সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নের মুহিমনগর, চৈতনখিলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মৌলভী মোহাম্মদ জোবায়েদ উল্লাহ। কর্মজীবনে একজন প্রাইমারী শিক্ষক ছিলেন। মাতা মরিয়ম বেগম একজন গৃহিনী। পাঁচ ভাই- বোনের মধ্যে কবি সর্বকনিষ্ঠ।

প্রজাপতির রঙিন ডানা
মহিউদ্দিন বিন জুবায়েদের প্রজাতির রঙিন ডানা

১৯৯৭ খ্রীঃ থেকে শুরু করেন তার লেখা- লেখির জীবন। লেখা-লেখি বলতে কবিতা দিয়েই শুরু। মাত্র ১৭ বছর বয়সে কবিতার যে পটভুমি হৃদয়ে জেগেছে তা কেবল প্রসারিতই হয়েছে। প্রথম লেখা কবিতা ‘বৈশাখে‘ তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

লেখা-লেখির মুল উপজীব্য বিষয়

গ্রাম্য জীবন, আর্থ- সামাজিক, প্রেম-দ্রোহ, আশা- আকাংখা, ইসলামী তাহজীব- তামাদ্দুন এবং আঁকা ঝোকার প্রতি ছিল প্রবল জোক।

কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তার বিচরণ রয়েছে। প্রবন্ধ, গল্প, উপন্যাস, শিশুতোষ, আত্মজীবনী, ভ্রমণ কাহিনী, গবেষণামূলক ইত্যাদি রচনায়।

আল্লাহর পরিচয়
মহিউদ্দিন বিন জুবায়েদের : আল্লাহর পরিচয়

তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা এ যাবত ৩২টি। যেমন-

১. বিয়ের পিঁড়িতে সুমি (২০০১)
২. ছড়ায় ছন্দে হেরার জ্যোতি (২০০১)
৩. পালকি ভরা গল্পগুচ্ছ (২০০১)
৪. শরত ঋতুর ভালবাসা (২০০২)
৫. ঝরা গোলাপের সৌরভ (২০০২)
৬. নারী (২০০৫)
৭. ঘাস ফড়িং (২০০৬)
৮. না জাগালে ছন্দ (২০০৭)
৯. বিদেশ ফেরত স্বামী ও স্ত্রীর ভালোবাসা (২০০৭)
১০. মেঠো গ্রাম (২০০৯)
১১. প্রবাল দ্বীপের হাতছানি (২০০৯)
১২. জীবন যেমন (২০১০)
১৩. শেরপুর জেলার ইতিকথা ও দর্শনীয় স্থান (২০১১)
১৪. প্রেমের গল্প (২০১২)
১৫. সোনামণিদের ছড়া – ১ (২০১৩)
১৬. সোনামণিদের ছড়া- ২ (২০১৪)
১৭. ছড়া দিয়ে গড়বো এদেশ (২০১৮)
১৮. তোমাকে খুঁজে ফিরি চৈতালী হাওয়ায় (২০১৮)
১৯. ফুলে ফুলে সুবাসিত ভোর (২০১৮)
২০. মজার মজার গল্প (২০১৮)
২১. প্রজাপতির রঙিন ডানা (২০১৯)
২২. ভোর হলো দোর খোল (২০১৯)
২৩. আল্লাহর পরিচয় (২০১৯)
২৪. ভালোবাসার পংঙক্তিমালা (২০১৯)
২৫. জীবন ছোঁয়া (২০১৯)
২৬. কবি (২০১৯)
২৭. ছেঁড়া পালকের কাব্য (২০১৯)
২৮. কবি উদ্যান (২০১৯)
২৯. দুই বাংলার সমকালীন কবিতা (২০১৯)
৩০. বাংলার রূপরেখা (২০১৯)
৩১. বাতায়নে তার দেখা (২০১৯)
৩২. বিষাদের জাল ( ২০১৯)

আরো অনেক পান্ডুলিপি অপ্রকাশিত রয়েছে। যা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে বলে কবি আশাবাদ ব্যক্ত করেছে।

কবি ৪টি ম্যাগাজিন সম্পাদনা করেন।
১. দীপ্তি (সাহিত্য – সংস্কৃতি পত্রিকা)
২. সিঁড়ি (কবিতার কাগজ)
৩. মুহিমনগরের ট্রেন (সাহিত্য পত্রিকা)
৪. পাঠশালা (স্কুল মুখপত্র)

এছাড়াও বিভিন্ন দিবস উপলক্ষে
ভাঁজপত্রও সম্পাদনা করেন।
ভাঁজপত্রের মধ্যে রয়েছে-
১. উত্তরণ
২. লাল সবুজের পতাকা
৩ .আর্তনাদ
৪. সূচনা

কবি ২০০৪ সালে “মাসিক ভোরের
কলরব” পত্রিকার উপদেষ্ঠা ছিলেন।

তোমাকে খুজে ফিরি
তোমাকে খুঁজে ফিরি চৈতালী হাওয়ায়

সাংবাদিকতা করছেন-
১. সাপ্তাহিক প্রিয়ভাষী পত্রিকা
২. দৈনিক স্বাধীন দেশ
৩. সাপ্তাহিক দশকাহনিয়া

প্রতিষ্ঠাতা:
১. কবি মহিউদ্দিন মডেল স্কুল ( ২০০৬)
২. দীপ্তি ফার্মেসী ( ২০১১)
৩. মৌলভী জোবায়েদ উল্লাহ ফাউন্ডেশন ( ২০১৮)

ছড়া দিয়ে গড়বো এদেশ
মহিউদ্দিন বিন জুবায়েদের : ছড়া দিয়ে গড়ব এদেশ

কর্ম জীবন:
১. নবারুণ পাবলিক স্কুল (২০০৯- ২০১০)
২. কৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদরাসা ( ২০১১- ২০১৮)
৩. কলসপাড় নঈমী দাখিল মাদরাসা (২০১৯)

যোগ্যতা:
বি. এ (অনার্স), এম. এম ( ফার্স্ট ক্লাস),
ডি. ইউ. এম. এস, (ঢাকা), ফার্মাসিস্ট।

কবির অপ্রকাশিত লেখাগুলো প্রকাশ হলে বাংলা সাহিত্যের এক বিশাল ভান্ডার সমৃদ্ধ হবে বলে আমি আশাবাদী।

Leave a Reply

Scroll to Top