পাহাড়ি ঢল | রফিক মজিদ
ভাসছে মানুষ, কাঁদছে মানুষ
পাহাড়ি ঢলের স্রোতে
মরদেহ আজ পড়ে আছে ঐ
ফসলি জমির ক্ষেতে।
বুকের জমিন ক্ষতবিক্ষত আজ
রাক্ষসী বানের তোড়ে
ঘরবাড়ি আর স্বজন-ফসল
সবকিছু নিল কেড়ে।
পর্যটনের আনন্দ নেই
তুলসী মালার ঘ্রাণ
আমার প্রিয় শেরপুরে আজ
ঝরছে শুধু প্রাণ।
গারো পাহাড়ের কান্না শুনি
উজানের হিংস্রোতায়
আল্লাহ তুমি রহম কর
অসহায় যেন রক্ষা পায়।