Our Sherpur

ভায়াডাঙ্গা যোদ্ধাদের শহীদদের তালিকা

ভায়াডাঙ্গা যুদ্ধ এক মর্মান্তিক স্মৃতি ও হৃদয়বিদারক ইতিহাস। দিনটি ছিল ১লা নভেম্বর ১৯৭১ সোমবার দিন। শেষ গুলি থাকা পর্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করে যারা শহিদ হয়েছেন তাদের নামগুলো নিচে উল্লেখ করলামঃ-
১. শহিদ তোফাজ্জল হোসেন, পিতা- বাকাত আলী, গ্রাম- বনগ্রাম, নাগরপুর, টাঙ্গাইল।
২. শহিদ আবু তাহের, পিতা- আ. আজিজ, গ্রাম- মিরকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল।
৩. শহিদ আ. গণি, পিতা- চান মিয়া বেপারী, গ্রাম- মিরকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল।
৪. শহিদ বারেক ভূইয়া, পিতা- পাঞ্জু ভূইয়া, গ্রাম- পাঁচতারা, নাগরপুর, টাঙ্গাইল।
৫. শহিদ সাইফুল ইসলাম, গ্রাম- ভায়াডাঙ্গা, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর।
৬. শহিদ মহর উদ্দিন, গ্রাম- ভায়াডাঙ্গা, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর।
৭. শহিদ আব্দুল হামেদ হেমা, গ্রাম- ভায়াডাঙ্গা, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর।
৮. শহিদ আবুল হোসেন, গ্রাম- ভায়াডাঙ্গা, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর।
৯. শহিদ ইয়াদ আলী, গ্রাম- ভায়াডাঙ্গা, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর।
১০. শহিদ সাইকুল, পিতা- মোখলেছুর রহমান, গ্রাম- নাচন মুহুরী, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর।


তথ্য সূত্র- মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস

Leave a Reply

Scroll to Top