Our Sherpur

রিয়াদ আল ফেরদৌস | Riad Al Ferdous

রিয়াদ আল ফেরদৌস একজন সাহিত্য সংগঠক, প্রাবন্ধিক, সম্পাদক, আলোকচিত্রী। জন্ম ২৫ সেপ্টেম্বর, ১৯৮৯ সীমান্তের জনপদ নালিতাবাড়ীতে। পেশায় একজন প্রকৌশলী। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্বনামধন্য বিদ্যুৎ উৎপাদন ইউটিলিটিতে নিষ্ঠার সাথে শ্রম দিয়ে যাচ্ছেন।

Riad Al Ferdous
Pic: Riad Al Ferdous

স্কুলজীবন থেকেই সংগঠন প্রবণতা এবং মানবিক ও সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। নালিতাবাড়ী থেকে প্রকাশিত একাধিক লিটল ম্যাগাজিনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বিগত দশকে। ২০২২ সাল থেকে ‘বালুচর’ নামে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন রিয়াদ আল ফেরদৌস। স্থানিকতার সুলুকসন্ধানী এবং মৌলিক কাজের আগ্রহ তাঁর মাঝে প্রকট। তাঁর লেখাজোকার মাঝে প্রকৃতি, মুক্তিযুদ্ধ, ইতিহাস- ঐতিহ্য ইত্যাদি বেশি প্রাধান্য পায়।

রিয়াদ আল ফেরদৌস

বালুচর সাহিত্য পত্রিকার মৌলিকত্ব হচ্ছে জেলা শেরপুরের ইতিহাস ও সমাজ সংস্কৃতির সুলুকসন্ধানী কাজ করা। বিস্মৃত মুক্তিসংগ্রামের কথা, সীমান্তের ফটোগ্রাফি, নদী ও প্রকৃতি ইত্যাদি তাঁর প্রিয় অনুষঙ্গ।

বালুচর সাহিত্য ম্যাগাজিন
বালুচর সাহিত্য ম্যাগাজিন

রিয়াদ আল ফেরদৌস কর্তৃক প্রকাশিত সকল লেখা: পড়ুন

Leave a Reply

Scroll to Top