Our Sherpur

ইন্দিলপুর, হারুনুর রশীদ

ইন্দিলপুর, হারুনুর রশীদ

হারুনুর রশীদ
লেখক: হারুনুর রশীদ

গারো পাহাড় পাদদেশে শেরপুর জেলা নাম৷
শ্রীবরদী উপজেলাধীন ইন্দিলপুর এক গ্রাম৷

ছাইলেদহ, ছাইতেনদহ, হাঁড়ি-গাঙের ধারা
এককালে যৌবনা ছিলো, আজকে যেনো মরা!

চিথলিয়া, কাড়ারপাড়া, অমৃতা, তেজারকান্দি,
বীরবান্দা, কুড়িকাহনিয়া এই সীমানায় বন্দি৷

শষ্যদাত্রী সরস ভূমি, সবুজে ভরপুর;
ইন্দ্র রাজার স্মৃতিধন্য এ গ্রাম ইন্দিলপুর৷

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

আরও দশটি গাঁয়ের মত অতি সাধারণ
মাটির মত মানুষগুলির সহমর্মী মন৷

ধর্মভীরু এ গাঁয়ের লোক, নয় ধর্মান্ধ অতি;
হাজার বছর বহমান তাই সামপ্রদায়িক প্রীতি৷

ঈদ, রমজান, পূজা, পার্বণ, অষ্টমি স্নান যবে
হয় পালিত সম্মিলিত, শান্তিপূর্ণভাবে৷

শিক্ষা-দীক্ষায় অনুরাগী শিশু-যুবা-বুড়া৷
নিরক্ষরতামুক্ত গ্রাম জানি ”মধ্যপাড়া”৷

গার্লস’, প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা আছে ভালো৷
মসজিদে হয় মক্তবশিক্ষা, জ্বালায় জ্ঞানের আলো৷

উপযোগী রাস্তা-সড়ক, শহর থেকে কাছে;
প্রতিদিনের প্রয়োজনে ছোট বাজার আছে৷

পাশেই বিশাল খেলার মাঠে খেলে ছেলের দলে,
কখনওবা টুর্নামেন্টের খেলাধুলা চলে৷

নাটক, পিকনিক, মারফতি গান, সাংস্কৃতিক অনুষ্ঠান
কীর্তি ভরা প্রীতিডোরে আজও তা বহমান৷

স্বাস্থ্যকেন্দ্র, ডিসপেন্সারি, আছে ডাক্তারবাড়ি;
কিংবদন্তী ঈদগাহ-মসজিদ আর মাছের হ্যাচারি৷

নানা পেশার নানা মানুষ, ননান রকম বেশ;
বৈচিত্র্যময় অভিজ্ঞতায় মধুর পরিবেশ৷

কতো গুণী ছিলেন-আছেন, মমতাময় প্রাণ৷
অনুসরণ করে হবো সকাজে আগুয়ান৷

মানুষ হেথায় সমাজবদ্ধ, সমাজ মেনে চলে৷
প্রয়োজনেই মিলে সবাই এক পতাকা তলে৷

দেশের তরে, দশের তরে গাঁয়ের সবাই ত্যাগী৷
সুখে-দুখে সবার সাথে সবার ভাগাভাগি৷

Leave a Reply

Scroll to Top