Our Sherpur

শহীদ দারোগ আলী পৌর পার্ক

শহীদ দারোগ আলী পৌর পার্ক

শহীদ দারোগ আলী পৌর পার্ক

জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন অবস্থিত। শেরপুর জিকে পাইলট স্কুলের দশম শ্রেণির শহীদ ছাত্র দারোগ আলীর নামানুসারে “শহীদ দারোগ আলী পৌর পার্ক” নামাকরণ করা হয়। পার্কে শিশুদের জন্য রয়েছে হাতির ভাস্কর্য, দোলনা ও অন্যান্য বিনোদন সামগ্রী। এছাড়াও রয়েছে একটি ক্যান্টিন । পার্কে আসা শিশু-কিশোর এবং অভিভাবকরা বিনোদনের পাশাপাশি যেন বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে সেজন্য শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার পক্ষ থেকে থেকে রয়েছে ফ্রি ওয়াই-ফাইয়ের সুবিধা । পার্কে প্রবেশ মূল্য প্রতিজন ২০ টাকা।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

শেরপুর থানা মোড় থেকে ৫০০ মিটার জামালপুর রোডে আগালেই রাস্তার পূর্বপাশে পার্কটি অবস্থিত। জেলা শিল্পকলা একাডেমির দক্ষিণ পাশে, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উত্তর পাশে অবস্থিত এ পার্কটি। শুধু বন্ধের দিন নয় এখানে প্রতিদিন মায়েরা ভিড় জমায় তাদের কোমলমতি শিশুদের নিয়ে।

YouTube : Our Sheprur

Leave a Reply

Scroll to Top