Our Sherpur

একনজরে ঝিনাইগাতী উপজেলা

ঝিনাইগাতী উপজেলা

শেরপুরের পাহাড়ি কন্যা গারো পাহাড়ের পাদভূমির দক্ষিণ পূর্বাংশ নিয়ে গঠিত প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের সম্বলিত ৯৫ বর্গমাইল আয়তনে ভূখণ্ডে অবস্থিত ঝিনাইগাতী উপজেলা।

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বলে শীত ও গ্রীষ্ম উভয়ের প্রকোপ বেশি। এখানে আবহাওয়া চরম ভাবাপন্ন। এ উপজেলায় বসবাসকারীদের মধ্যে ৯০% মুসলমান, ৫% হিন্দু, ৫% গারো, হাজং, কোচ, কানাই ও ডালু রয়েছে। গারোদের অধিকাংশ খ্রিস্টান ও গরিব। পুরুষ ও মেয়ে উভয় কৃষি কাজ ও বনের শুকনো কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। তারা নিজেদের তৈরি পোশাক পরিধান করে। তবে চাটাই ও টুলি বোনা ব্যবসা ভাল। উপজাতিদের ভাষা রচিত গীত, নৃত্য বাদ্যযন্ত্র আছে। তারা রকম জাতির উৎসব পালন করে। তার মধ্যে ফসল তোলার উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণ। গারোদের তৈরি দামা, আদুর ও রাং বাজায়। মদ ও মাংস খাওয়ার ধুম পড়ে।

জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো এ উপজেলায় অবস্থিত। এ উপজেলা বনজ সম্পদে ভরপুর। বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনী সীমান্ত প্রহরীর কাজ করে।

প্রশাসনিক এলাকা
? থানা উদ্ভোদনঃ ১ আগষ্ট ১৯৮৩ সাল।
? জেলা শহর থেকে দূরত্বঃ ২১ কিলোমিটার।
? আয়তনঃ ২৩১ বর্গকিলোমিটার।
? জনসংখ্যাঃ ১৬০,৫৫৪ জন প্রায়।
? ইউনিয়নঃ ০৭ টি।
১. কাংশা
২. গৌরীপুর
৩. ঝিনাইগাতী
৪. ধানশাইল
৫. নলকুরা
৬. মালিঝিকান্দা
৭. হাতিবান্দা
? মৌজাঃ ৭৫ টি।
? গ্রামঃ ১১৭ টি।
? মসজিদঃ ২৫৩ টি।
? মন্দির সংখ্যাঃ ৩৭ টি।
? গীর্জাঃ ১১ টি।
? নদ-নদীঃ ০৪ টি।
? হাট-বাজারঃ ২২ টি।
? স্টেডিয়ামঃ ০১ টি।
? পোস্ট অফিসঃ ১৫ টি।
? পোস্ট কোডঃ ২১২০

শিক্ষা সংক্রান্ত তথ্য
? সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ১০১ টি।
? বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ২৭ টি।
? এবতেদায়ী মাদ্রাসাঃ ২৩ টি।
? মাধ্যমিক বিদ্যালয়ঃ ১৮ টি।
? নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৩ টি।
? বেসরকারি কলেজঃ ০২ টি।
? মহিলা কলেজঃ ০১ টি।
? কারিগরী কলেজঃ ০২ টি।
? দাখিল মাদ্রাসাঃ ১৩ টি।

স্বাস্থ্য সংক্রান্ত তথ্য
? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ ০১ টি।
? উপস্বাস্থ্য কেন্দ্রঃ ০১ টি।
? উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০৭ টি।
? ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০১ টি।

দর্শণীয় স্থান
? গজনী অবকাশ পর্যটন কেন্দ্র
? সন্ধ্যাকুড় রাবার বাগান
? রাবার ড্যাম
? মরিয়ম নগর মিশন


তথ্য সূত্র-
? উইকিপিডিয়া
? বাংলাপিডিয়া
? শেরপুর জেলার ইতিবৃত্ত (বই)

Leave a Reply

Scroll to Top