আনন্দে গুড়ের সন্দেশ
গত ১৩ই ফেব্রুয়ারি প্রকাশিত হয় এইচএসসি পরীক্ষার ফলাফল। আমার আদরের ভাতিজি রিদিকা গোল্ডেন A+ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে আলহামদুলিল্লাহ। ও আমাকে ফোন দিয়ে খরবটা বলার সাথে সাথে আমার মনে হয়েছিলো আমার ভাতিজি এতো ভালো রেজাল্ট করেছে ফুপী হিসেবে আমার দায়িত্ব তাকে মিষ্টি মুখ করানো।
যেই ভাবা সেই কাজ এক ঝটকায় মাথায় এসেছিল Md Daloare Hossain ভাইয়ের গুড়ের সন্দেশ এর কথা। ভাইয়াকে নক করে বলি আমার ভাতিজির পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে তার এই আনন্দের আমি ওকে মিষ্টি মুখ করাতে চাই গুড়ের সন্দেশ দিয়ে। ভাইয়া ও পাঠিয়ে দেন একদিনের মধ্যেই। আমিও সেই সন্দেশ পৌঁছে দেই আমার গন্তব্যে।
গুড়ের সন্দেশ মুখে দিয়ে আমার ভাতিজির কথা ছিল…ফুপী মনে হচ্ছে ঘিয়ের চকলেট খাচ্ছি আর মিষ্টি টা এতো পারফেক্ট যে একসাথে দু’টো খাওয়া যাবে। ছবি গুলো শেয়ার করার জন্য মনটা ছটফট করছিলো কিন্তু কেনো জানি করা হচ্ছিল না। আর আমরা ছবিতে হাসতে হাসতে শেষ কারণ আমরা অনেক খুশি ছিলাম সেদিন মাশাআল্লাহ।
বিঃদ্রঃ আমার ভাতিজি রিদিকা ছাত্রী জীবনে এখন পর্যন্ত সব পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে। ওর খুব ইচ্ছা ডাক্তার হবে। ওর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওর মনের আশা পূরণ করেন। ওর জন্মের দিন থেকে এখন পর্যন্ত ও আমার কলিজার টুকরো হয়ে আছে।
অসংখ্য ধন্যবাদ জানাই দেলোয়ার ভাই কে যার কারণে গুড়ের সন্দেশ আনন্দের দিনে সবাইকে খাওয়ার সুযোগ করে দিতে পেরেছিলাম। কৃতজ্ঞতা Razib Ahmed স্যারের প্রতি কারণ স্যারের জন্যই আজ আমরা দেশিয় এতো এতো খাবারের স্বাদ নিতে পারছি।
Table of Contents
পোস্ট সূত্র: টেস্টবিডি।
এটির মাধ্যমে আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে।