Our Sherpur

Farjana Afrose Ratna : গুড়ের সন্দেশ

Farjana Afrose Ratna গুড়ের সন্দেশ

Farjana Afrose Ratna : গুড়ের সন্দেশ

“গুড়ের সন্দেশ। হ্যা Md Daloare Hossain ভাইয়ের শেরপুরের গুড়ের সন্দেশের কথাই বলছি।

বেশ কিছুদিন আগে এনিকা আপুর পোস্টের মাধ্যমে জেনেছিলাম এই সন্দেশের স্বাদের কথা।তখন থেকেই মনে মনে ছিল ভাইয়ার কাছে একদিন অর্ডার করব।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

সেদিন ২৬ শে মার্চ ভাইয়ার সাথে দেখা হয়ে গেল পুরান ঢাকার ইভেন্টে। সাথে সাথেই আমার গুড়ের সন্দেশের কথাও মনে পড়ে গেল। ফাইনাল ও করে ফেললাম অর্ডার।

অবশেষে ভাইয়া পাঠালেন একদম ১ম রোজায়। সবাই আমরা ইফতারের সাথে এই সন্দেশ খেয়েছি। আমার ছেলে মেয়ের বাবা যার কিনা ডায়েবেটিস সেও খেয়ে নিয়েছে।

সবার খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। আমি কয়েক টা সরিয়ে রেখেছি নিজের জন্য। এত মজা পেয়েছি। আলহামদুলিল্লাহ।

Farjana Afrose Ratna
Farjana Afrose Ratna

দেলোয়ার ভাইয়ের শেরপুরের মন্ডাও আমি খেয়েছি। সেটাও মজার। শুভকামনা ও দোয়া ভাইয়ার জন্য। সন্দেশের ফটোগ্রাফি করেছে আমার ভাস্তি (সামিরা)।”

শেরপুরের গুড়ের সন্দেশ
শেরপুরের গুড়ের সন্দেশ

পোস্ট সূত্র: টেস্টবিডি

1 thought on “Farjana Afrose Ratna : গুড়ের সন্দেশ”

Leave a Reply

Scroll to Top