Our Sherpur

জান্নাতুল ফেরদৌস মিশু | Jannatul Ferdous Mishu

জান্নাতুল ফেরদৌস মিশু

জান্নাতুল ফেরদৌস মিশু

২০০৩ সালের ১২ এপ্রিলে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা সদরের নবীনগর গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন কবি জান্নাতুল ফেরদৌস মিশু। তিন ভাই বোনের মধ‍্যে তিনিই পরিবারের বড় মেয়ে। তাঁর পিতা মোফাজ্জল হোসেন ও মাতা সুমনা আক্তার নুরেজা।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

শিক্ষাজীবন

তিনি নবীনগর আর্দশ বিদ‍্যাপীঠ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। ২০১৮ সালে নবীনগর আর্দশ বিদ‍্যাপীঠ থেকে মাধ্যমিক এবং ২০২০ সালে শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ২০২১ সালে শেরপুর সরকারি কলেজে ব‍্যবস্থপনা বিভাগে অনার্সে ভর্তি হন।

লেখালেখি

কবি জান্নাতুল ফেরদৌস মিশু অসুস্থ থাকার জন‍্য প্রায় ঘর বন্দী জীবন কাটাতে হয়েছে সেজন্য লেখাপড়ার পাশাপাপাশি লেখালেখি বেছে নিয়েছে একাকিত্ব ঘুচানোর জন‍্য। নিজের জন‍্য যা দেখে এবং চারিদিকে যা অনুভব করেন তাই কবিতা ও গল্প রূপে প্রকাশ করেন। যেন থেকে যায় স্মৃতি হিসাবে।

তথ্য: কবি কর্তৃক সংগৃহীত।

Leave a Reply

Scroll to Top