মন্ডার স্বাদ মুখে লেগে আছে
”রবিন ভাইয়ার ইভেন্টে Md Daloare Hossain ভাইয়ার মন্ডা প্রথম খেয়েছিলাম। তার মন্ডার স্বাদ আজো মুখে লেগে আছে। নরম ও সুস্বাদু মন্ডার ফ্যান হয়ে গেছি।” – তানিয়া ইসলাম মধুবন্তী
তানিয়া ইসলাম মধুবন্তী, ডিজাইনার এবং স্বত্বাধিকারী- মধুবন্তী
এমন গল্প যখন কারো থেকে শুনতে পাই তখন বেশ ভালো লাগে। আর তা যেন কেবল খাবারের বেলায় একটু বেশি প্রযোজ্য। আমার নানুর সাথে যখন গল্প হয় তখন আগেকার দিনের খাল বিলের মাছের স্বাদ বর্ণনা করতে গিয়ে তিনি এভাবে উদাহরণ দিয়ে থাকেন। মধুবন্তী আপুর ফিডব্যাকটি আমার নানুর সাথে মিলে যাওয়ার কারণে নস্টালজিক হওয়ার পাশাপাশি খুবই আনন্দিত হয়েছি যে, শেরপুরের মন্ডা অর্থাৎ যেই মন্ডা নিয়ে আমি কাজ করি সেই মন্ডা নিয়েও এমন মন্তব্য হয়েছে। হয়তো ভবিষ্যতে নাতি নাতনিদের শোনানোর গল্পতেও স্থান পাবে শেরপুরের মন্ডা গল্পগুলো।
সূত্র: পরিধান শৈলী