তুলশীমালা চালের দাম
তুলশীমালা চাল স্থানীয় প্রজাতির উচ্চমানের সুগন্ধি জাত। শেরপুর জেলা ও আশেপাশের এলাকায় উৎপাদন হয় এটি। এই চাল দিয়ে পোলাও, পায়েস, খিচুড়ি, ভাত. ফ্রাইড রাইস, পিঠা সহ প্রায় সব কিছু করা যায়। শিশু থেকে বৃদ্ধ সকলের পছন্দের তালিকায় শীর্ষে তুলশীমালা চালের খাবার।
শেরপুরের মানুষের কাছে জামাই আদুরি চালও হিসেবে খ্যাতি রয়েছে এই চালের। নতুন জামাই বা আত্মীয় আসলে তুলশীমালা চালের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। উচ্চ পদস্থদের খুশি করতেও তুলশীমালা চালের উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে।
আমাদের দেশের মায়েরা শিশুদের খাওয়ানো নিয়ে বেশি টেনশনে থাকেন অর্থাৎ নিজে থেকে খেতে চায় না শিশুরা, অনেক শিশুর কাছে খাবার বিরক্তের নাম। আমাদের কাস্টমারদের অভিজ্ঞতা থেকে জানা গেছে তুলশীমালা চালের খাবার নিজ থেকে খেতে চায় শিশুরা।
বর্তমানে তুলশীমালা চালের দাম ১৫০ টাকা কেজি। দাম মাঝে মাঝে বাড়ে কমে তাই সবসময় আপডেট তথ্য জানতে আমাদের শপ সেকশনে দেখুন।
ধন্যবাদ