Masuda Bithy
মাসুদা বিথি : ছেলে : আম্মু কি রান্না করো?
আমি : কেনো?
খুব ঘ্রান পাচ্ছি, পড়াতে মন বসছেনা। রান্না ঘর থেকে তিন রুম দুরত্বেও ঘ্রান পেয়েছিলো সবাই। বলছিলাম Md. Daloare Hossain ভাইয়ের Oursherpur এর তুলসীমালা চালের কথা। এত স্বাদের চাল টা একবার যে খাবে সেই বুঝবে। প্রতি শুক্রবারেই এই স্পেশাল খাবার রান্না করতে হয় ছেলের আবদারে।
তুলসীমালা চালের প্রশংসা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে চলে গিয়েছে। চাল নিয়ে কাজ করেও নিজের কাজ কে ব্র্যান্ডিং করা যায় তা দেলোয়ার ভাই দেখিয়ে দিয়েছেন। অনেক অনেক শুভ কামনা আওয়ার শেরপুরের জন্য আর ভাইয়ার জন্য।’
সূত্র : ফেসবুক।