মারিয়া খন্দকার : ‘আমি যখন উইতে প্রথম জয়েন করি তখন সবচেয়ে বেশি যে নামটা শুনেছি সেটা হল তুলশীমালা চাল। এ চাল সম্পর্কে জানতে গিয়ে দেলোয়ার ভাইয়ের সন্ধান পেয়েছি। অনেকদিন ধরে কেনার ইচ্ছা থাকলেও কিনতে অনেক দেরি করে ফেলেছি! তবে এখন বুঝতে পারছি অনেক মিস করেছি। তুলশীমালা চাল দিয়ে প্রথমে বিরিয়ানী রান্না করেছি, বাসার সবাই খুব পছন্দ করেছে। গতকাল রান্না করেছিলাম পোলাও, আমার হাসবেন্ড খেয়ে, এক কথাই বলেছে অসাধারণ! সত্যি ভাইয়া আপনার তুলশীমালা চাল খুবই ভালো ছিল। ইনশাল্লাহ আমি আবারও নিতে চাই।
শেরপুর এর মন্ডা সম্পর্কে কোন ধারণা ছিল না। মুক্তাগাছার মন্ডা খেয়েছি, ভালো লেগেছিল। তবে শেরপুর এর মন্ডা, কোন অংশে মুক্তাগাছার মন্ডা থেকে খারাপ না। আমার সাফির বাবু খেয়ে বলেছে, মা আরো খেতে চায়। সবকিছু মিলিয়ে ভাইয়ার কাছে কেনাকাটা ছিল আমার জন্য দারুন একটা অভিজ্ঞতা। আমি যখন বিকাশে পেমেন্ট করতে গেলাম উনি আমাকে এটাও বলে দিলেন যেন রাত বারোটার পরে পেমেন্ট করি, তাহলে আমি ক্যাশব্যাক পাবো। এধরনের আন্তরিকতা আসলেই উইতেই সম্ভব আমি অন্তত তাই মনে করি। আন্তরিকতা আসলে আমাদের কাজে পরিধিকে বিস্তৃত করে। ভাইয়ার আন্তরিকতায় আমি সত্যি মুগ্ধ। প্রথমবার কেনাকাটা করলেও মনে হয়নি প্রথমবার করছি।
সবশেষে একটি কথা বলতে চাই, আপনি এভাবেই সৎ ও সুন্দরভাবে আপনার উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যান।’
সূত্র : ফেসবুক।