এশাবা রহমান নূর : ’আসসালামু আলাইকুম আমার প্রিয় উইয়ের সব আপু ভাইয়াদের। সবাই কেমন আছেন? এই করোনা আমাদের কবে মুক্তি দিবে জানি না, তবে এই বন্দিজীবনেও আমরা কিছু কিছু দুরের মানুষ গুলোর মাধ্যমে অনেক হারিয়ে যাওয়া প্রিয় কিছু পেয়েছি তার মধ্যে হলো Md. Daloare Hossain ভাইয়ার শেরপুরের মন্ডা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয় একটা খাবার আপনার মাধ্যমে কাছে পাওয়ার জন্য। আর দেলোয়ার ভাইয়া কথা কি বলবো এতো ভালো নরম একটা মানুষ প্রথমদিন কথা বলাতে মনে হয় নাই ভাইয়ার সাথে আমি প্রথম কথা বলছি। ভাইয়া সব সময় এই রকমই থাকবেন আশা করবো। আপনি সামনের দিকে আরো ভালো ভাবে এগিয়ে যান এই দোয়াই রইলো। আপনার এই বোনের কাছ থেকে। এখন আসি মন্ডা পাওয়ার পড় কি করলাম এই আমি এবং বোন। প্রথমে একটা খাবো ভাবলাম কিন্তু ৩টা মন্ডা আমি নিজেই খেয়ে নিলাম এর পর ঘুরে ফিরে আরো একটা খেলাম। আমার বোন এবং আমার স্বামী তিনারা আর কম কি তারাও কম খায়নি। এতো মজাদার মন্ডা তা বলে আসলে বোঝাতে পারছি না। আমি বর্তমানে আসলে মিষ্টি এমনিতেই কম খাই কিন্তু সেইদিন কি করে এতো গুলো খেলাম আমি নিজেও অবাক এবং মনে মনে লজ্জা ও লাগছিলো এতো গুলো খাওয়ার জন্য। আশার করবো সবাই আমাদের দেলোয়ার ভাইয়ার শেরপুরের এই মন্ডা একবার হলেও খাবেন। আর কিছু লিখলাম না। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়াও রইলো। ভালো থাকবেন।’
সূত্র : ফেসবুক।