জাহানারা বেগম লাইলি : ’দুপুরে পেলাম মন্ডা গতকাল অর্ডার করেছিলাম। খুব মজাদার মন্ডা খেয়ে তৃপ্তি পেলাম। আমার ছেলেমেয়েরা খেলো। বললো খুব মজা। দেলোয়ার হোসেনের মন্ডা অপূর্ব। উইয়ের জন্য আজ মন্ডাও খেলাম যোগাযোগ কতো সহজ হয়েছে। ইচ্ছে হলেই অর্ডার করলেই চলে আসে। আগেতো শেরপুর যেয়ে আনতে হতো। নাহলে নাই।’
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম।

Jahanara Begum Lily, our honorable customer.
নোট : ছানা, ক্ষীর, এলাচি ও চিনির সমন্বয়ে তৈরি করা হয় শেরপুরের মন্ডা। এটি একপ্রকার মিষ্টান্ন খাবার। ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। ঢাকায় হোম ডেলিভারি দেওয়া হয়।