Our Sherpur

স্থানীয় পণ্য প্রমোশনে জেলা ওয়েবসাইট

পণ্য প্রমোশনে জেলা ওয়েবসাইট

“সুজলা সুফলা শস্য শ্যামলা” নদী মাতৃক এ বাংলায় রয়েছে গাছগাছালি পাখপাখালি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপে আরও রয়েছে অঢেল পানি ও উর্বর মাটি। তাই এখানে উৎপাদন হয় হাজার রকমের বুনন, ফসল, ফলফলাদি ইত্যাদি। যা মানবজাতির প্রয়োজনীয় ও উপকারী। দেশের বিভিন্ন অঞ্চলে কিছু পণ্য অঢেল উৎপাদন হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে যোগান দেয় দেশের বাজারে। এতে উপার্জন হয় উৎপাদক ও বিক্রেতারাদের আর খাঁটি পণ্য পায় ক্রেতার।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

সিলেটে চউৎপাদন হয় চা ও মনিপুরী শাড়ি। একসময় এর জমজমাট বাজার থাকলে প্রায় বিলুপ্তর পথে চলে গেছিল মনিপুরী শাড়ি। উইতে চেষ্টা করার ফলে নতুন যৌবনে ফিরতে শুরু করে মনিপুরী শাড়ি। তাঁতি পল্লীতে উৎসবের সাথে কাজ করছে তাঁতিরা। এটি সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলা ওয়েবসাইট উদ্যোক্তারা যদি এভাবে নিজ জেলার পণ্যের উপাদান, উৎপাদন, ব্যবহার, যত্ন সহ সবকিছু নিয়ে ইন্টারনেটে প্রচুর তথ্য দিতে থাকে তাহলে সকল পণ্যের চাহিদা বাড়বে প্রত্যাশার চেয়েও বেশি। আমাদের চোখের সামনে উদাহরণ। উইয়ের কল্যাণে শুধুমাত্র ইন্টারনেটে তথ্য বেড়ে যাওয়ায় দেশি পণ্যের সুনালী দিন শুরু হচ্ছে। তাই আবারও প্রমাণিত হলো জেলা ওয়েবসাইটের প্রাণ হলো কনটেন্ট। যত বেশি কনটেন্ট দেওয়া যাবে জেলার পণ্য প্রমোশন হবে তত বেশি এবং সমৃদ্ধ হবে অর্থনীতি।

Md. Daloare Hossain founder of Our Sherpur
Md Daloare Hossain

জেলা ওয়েবসাইট সংক্রান্ত সকল পোস্ট এখানে

Leave a Reply

Scroll to Top