রাকিবা আহমেদ : ‘আসসালামু আলাইকুম উইবাসি। এই সুন্দর সকালে একটা রিভিউ দিতে চলে আসলাম। আমি অনেক আগে থেকেই তুলশীমালা চালের নাম জানতাম। আর সেটা জানতে পেরেছিলাম আমার এক ছোট্ট সহযোগীর কাছ থেকে। আমার মেয়ে যখন ছোট ছিল, তখন ওর সাথে খেলা করার এবং আমার অবর্তমানে ওকে একটু দেখভাল করার জন্য ওকে রেখেছিলাম। আমি যখন পোলাও রান্না করতাম তখন সে বলতো আন্টি আমাদের দেশে এর চেয়েও ভালো চাল আছে। ঐ চাল আপনাদের চালের থেকেও অনেক বেশি ভালো, আর ঘ্রান অনেক সুন্দর। আমরা সবাই ঐ চালের ভাত খাই। আমি ভেবেছিলাম তার মাধ্যমে একবার হলেও তুলশীমালা চাল আনিয়ে দেখবো। কিন্তু বিধিবাম সেই মেয়েটি আমার বাসায় আর আসেনি। অর্থাৎ যা হবার তাই হয়েছে। মানে তাকে অনত্র কাজে লাগিয়ে দিয়েছে ওর বড় বোন তাই তুলশীমালা চালও আর দেখা বা খাওয়া হয়ে ওঠেনি। উই পরিবারে এসে এই তুলশীমালা চালের অনেক অনেক পোষ্ট দেখে তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে, এবার আর সেই সুযোগ মিস করা যাবে না। তাই আমাদের Our Sherpur এর কর্ণধার Md. Daloare Hossain ভাই এর কাছে পাঁচ কেজি তুলশীমালা চালের অর্ডার দেই। ভাইয়া তখন শেরপুরে ছিলেন। কিন্তু সব সময় যোগাযোগ করে জানতে চেয়েছেন আমি চাল পেয়েছি কিনা। অবশেষে আমি সেই কাঙ্ক্ষিত তুলশীমালা চাল হাতে পেলাম। উইতে এসেই আমি দেলোয়ার ভাইকে চিনতে পেরেছি। সত্যি আমি ভাইয়ার আন্তরিকতায় মূগ্ধ। ই-কমার্স প্লাটফর্মে আসলেই একজন ক্রেতা এবং বিক্রেতার সাথে সম্পর্ক ভালো হওয়াটা খুব জরুরি।
পরিশেষে বলতে চাই উই না থাকলে তুলশীমালা চাল হয়তোবা কখনোই খাওয়া হতো না। Our Sherpur এর সুবাস ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি ঘরে ঘরে।’
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)।