রোজী নূরজাহান বেগম : ’সরকারী চাকুরির সুবাদে আব্বার পোস্টিং থাকাতে ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা এতো খেয়েছি। আর আমার শ্বশুর যেহেতু ময়মনসিংহর এডিশনাল এস পি ছিলেন সেই সুবাদে আমার হাসবেন্ড ও মন্ডার প্রচন্ড ভক্ত। দেলোয়ার ভাইয়ের পোস্ট দেখে আমার হাসবেন্ড বললো মন্ডা অর্ডার করতে। আজ দেলোয়ার ভাই এর মন্ডা হাতে পেলাম। ভাইয়ার মন্ডা কিন্তু শেরপুর এর। শেরপুর একটা জেলা। যা ময়মিনসিংহ বিভাগের ভেতর। মন্ডা টা মুখে দিয়েই আমার হাসবেন্ড বললেন, আমি আপনাকে (দেলোয়ার) এখনই রিভিউ দিচ্ছি। এতো অসাধারণ টেস্ট। সেইম টেস্ট,, যেন ছোট বেলার সেই বিখ্যাত মন্ডা খাচ্ছি। আমার মেয়েরা পাগলের মতো খেয়েছে। সত্যিই অসাধারণ। মুখে লেগে আছে। ভাইয়া নিজেই এসেছেন। অসাধারণ উদ্যোক্তা, নিজেই নিজের প্রোডাক্ট ডেলিভারি করছেন। এটা আমাকে আরো অনুপ্রাণিত করেছে। আমি হাইলি রেকোমেন্ড করছি। যারা এখনোও টেস্ট করেননি তারা করতে পারেন। আমি সবসময় রিভিউ দেই কেন জানেন, রিভিউ একজন উদ্যোক্তার প্রাপ্য। মনোবল অনেক অংশে বেড়ে যায়।’
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)।