নুসরাত জাহান জুলি : আমি বিক্রেতার চেয়ে ক্রেতা বড়। আমি রেগুলার মিষ্টি বানাই। তাই বলে দেলোয়ার ভাইয়ের মন্ডা মিষ্টি খাবো না তা তো হয়না। Md. Daloare Hossain ভইকে বললাম শেরপুরের মন্ডা চাই। ভাই নিজে নিয়ে আসলেন। দুজনে একসাথে রুটি মিষ্টি খেলাম। বেশ ভালো লাগলো। আমার মিষ্টি দেলোয়ার ভাই খেলেন আমি খেলাম ভাইয়ের মিষ্টি। ভালো লেগেছে যে দেলোয়ার ভাই আমার মিষ্টি খুব পছন্দ করেছে। উনি নাকি কখনো দুই মিষ্টি খায় না। কিন্তু আমার মিষ্টি পর পর দুটো খেলেন। উনার কাছে খুবই ভালো লেগেছে আমার মিষ্টি। ধন্যবাদ ভাই আপনার মুখে আমার মিষ্টির প্রশংসা শুনেছি। দেলোয়ার ভাই এর মন্ডা মিষ্টি আমিও খুব খেলাম। একদম ফ্রেশ ছিল। এখানে উল্যেখ্য আমরা ছোট বেলায় জামালপুর থাকতাম সেই সুবাদে শেরপুরের মন্ডার স্বাধ আমার জানা ছিল। সেই আগের সাধই পেলাম। ধন্যবাদ দেলোয়ার ভাই। আপনার ব্যাবসা ভালো হোক দোয়া করি। জলিস কিচেন ইস্কাটন ঢাকা
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)।