বিপ্লী চাকমা : ’পেটে ক্ষিদে লাগলে যা হয়? আমাদের তুলশীমালা ভাই Md. Daloare Hossain ভাইয়ের মন্ডা জায়গা মত ডেলিভারি হয়েছে আজ। ভাইয়ার দ্বিতীয় কাস্টমার ছিলাম আমি। এমনিতেই মন্ডা গুলো খুবই টেস্ট তার উপর মিষ্টি খাদক যদি পায় এমন মজার মন্ডা ভিডিও দেখেই বুঝে নেন।
বেচারি সাভার থেকে ঘুরে এসে ক্ষিধায় জর্জরিত ছিল কোন রকম হাত ধুয়ে এসে প্রিয় খাবার মিষ্টি পেয়ে সাথে সাথে বসে গেছে খেতে। প্যাকেট খোলার সাথে সাথেই ছবি তোলার জন্য সাজানোর সময় না দিয়ে মন্ডা নিয়ে গিয়ে খাওয়া শুরু। ওর খাওয়া দেখে ভিডিও না করে আর পারলাম না। ওর এই অবস্থা দেখে আমরা হাসতে হাসতে শেষ। কিন্তু দুঃখের বিষয় ভালো একটা ছবিও তুলতে পারিনি। মন্ডার ছবি তুলেছিলাম এর খাবারের পর পুনরায় সাজিয়ে। একদম পারফেক্ট মিষ্টি, খাঁটি চানা, অসাধারণ টেস্ট। শুভকামনা ভাইয়ার জন্য।’
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)।