Our Sherpur

বৃষ্টি আর খিচুড়ির আত্মীয়তা – Luna Akther

ভরা বর্ষা

লুনা আক্তার : আসসালামুআলাইকুম। আজ অনেক দিন পর বিরামহীন বৃষ্টি হচ্ছে। মনে পড়ে ছোট বেলায় এরকম বৃষ্টি হতো। অবশ্য সময়ের ওপর নির্ভর করত সেই বৃষ্টি মন ভালো করা বা মন খারাপ করা। যদি সকালে হতো আর স্কুল যাওয়া না হতো তাহলে আনন্দের আর বিকালে খেলা ভেস্তে গেলে মন খারাপ।

সময়ের পরিক্রমায় মন ভালো খারাপের সংজ্ঞা বদলেছে। মেয়ে ঘরে বসে অনলাইনে স্কুলের ক্লাস করছে, জামাই ও অফিস যায়নি। সারা দিন বৃষ্টি, এমন দিনে খিচুড়ি না হলে কি চলে? যেই ভাবনা সেই কাজ। Md Deloare Hossain ভাইয়ের তুলশীমালা চালের খিচুড়ি আর Zarin Hannan আপুর ইলিশ আজকের মেন্যু।

মহাদেব সাহা বলেছেন “কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ কবিতা লিখে রেখেছে আকাশে। সেই ভালোবাসার কবিতা এই বৃষ্টি, এই ভরা বর্ষা”।

সূত্র : উইমেন এন্ড ই-কমার্স

Leave a Reply

Scroll to Top