সুরাইয়া শারমিন সুলতানা : ‘তুলশীমালা চাল আমরা সবাই চিনি। উই এর মাধ্যমে তুলশীমালা চাল সবার কাছে সুপরিচিত। আমার বান্ধবী বলেন বোন বলেন উই এর মেম্বার Saira Mitu তুলশীমালা চাল কিনতে চাইলেন। কার কাছ থেকে তুলশীমালা চাল কিনবেন সেটা চিন্তা করছিলেন। আমি তখন দেলোয়ার হোসেন ভাইয়ের কথা বললাম। কারণ রবিন ভাই এর স্লোগান অনুযায়ী যাকে আমরা চিনি তার কাছ থেকে কিনি, আমার কাছে সেটাই আগে মনে হয়েছে। তারপর আমি দেলোয়ার ভাইয়ের কাছ থেকে আপুর জন্য তুলশমালা চাল অর্ডার করে ফেললাম। ভাইকে নক দেওয়ার সাথে সাথে ভাই খুব দ্রুত আমার সাথে রেসপন্স করলো, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে।

দেলোয়ার ভাই এর ব্যবহার খুবই ভালো এবং ভাই খুব আন্তরিক। ভাই চালটা হোম ডেলিভারি দিয়েছেন যেটা আমাদের জন্য খুবই সুবিধাজনক ছিল। আপু চালটা পেয়ে খুব খুশি হয়েছেন। আপু আজকে চালের ছবিগুলো পাঠিয়েছেন আমাকে রিভিউ দিয়ে দেওয়ার জন্য। কাস্টমার ভালো সার্ভিস পেলে নিজে থেকেই রিভিউ দেয় বা দিতে আগ্রহ বোধ করে। আমি নিজেই চাই উই থেকে কেনাকাটা করি ও আমার পরিচিত জন যেন উই থেকে খাঁটি জিনিসটা কিনতে পারে। এটা আমার কাছে খুব ভালো লাগে। দেলোয়ার ভাইয়ের উদ্যোগ আওয়ার শেরপুর এর জন্য অনেক অনেক শুভকামনা রইল।’
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স (ফোরাম) উই)।