সাবরিনা খান : আবারও এলাম তুলশীমালা চাল নিয়ে। কি যে হলো আমার! মনে হচ্ছে ইলিশ কে বাদ দিয়ে এবার তুলশীমালাকেই কি সিগনেচার পণ্য বানাতে হয় নাকি? তুলশীমালা নামটা প্রথমে শুনেই প্রেমে পড়ে গিয়েছি। উই তে এসেই একে জেনেছি, চিনেছি। কিন্তু আমি যখন এটা নিয়ে খোঁজ শুরু করলাম তখন ইসমাইল হোসেন ভাই আমাকে পরিচয় করিয়ে দিলেন এই উই থেকেই Md Daloare Hossain ভাইয়ের সাথে। সাহস করে নিয়ে নিলাম। তুলশীমালা চাল, যেমন তার রাজকীয় নাম তেমনি তার চেহারা বা গুনাগুন। যেমন ভাবেই তাকে সাজাও না কেন, কন্যা সুন্দর হলে সব কিছুতেই মানায়।
আজ তুলশীমালা সেজেছিল কমলা সুন্দরী! সাথে কাজু, পেস্তা আর বেবী সুইটস এর অলংকরণে তার সৌন্দর্য যেন আর ধরে রাখা যাচ্ছিল না। কেবল ফটো সেশন এর সময় টুকুই তার জন্য ধৈর্য ধারণ করা হয়েছিলো, তার পরেই স্বাদ আস্বাদনের জন্য পাকস্থলীতে চালান হয়ে গেছে। আহা তুলশীমালা নিয়ে আরো অনেক কিছু আসছে। কেবল অপেক্ষা করতে থাকেন। আমাকে মনে আছে? ইলিশ কে আমার সিগনেচার পণ্য করেছি। তবে তুলশীমালা চাল নিয়ে নানা এক্সপেরিমেন্ট চলছে, চলবে এবং চলতেই থাকবে। খুব শীঘ্রই আসছে ইলিশ ও তুলশীমালা চালের কম্বিনেশনে এক বিশাল ধামাকা। সঙ্গেই থাকুন।
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)।