Salma Alam
ছালমা আলম: আসসালামু আলাইকুম উইবাসী। শুভরাত্রি। কে কেমন আছেন। আগামীকাল তাতীবাজার ও লক্ষ্মীবাজার যাবে খুদের ভাত ও ভর্তা। একজন আমার অতি প্রিয় রিপিট কাস্টমার। আরেকজন আপু একটু অসুস্থ।

প্র্যাগনেন্ট আপু কিছুই খেতে পারছেন না, আমাকে ফোনে বলেন আপু ভর্তা খেতে চাই। আমি বললাম পাঠিয়ে দেবো আর বলল খিচুড়ি নিবো। আমি বললাম তুলশীমালা চালের খিচুড়ি নেও। এতে কিন্তু গ্যাস হয় না, প্র্যাগনিসি পরিয়ডে প্রায় সবার এসিডিটির সমস্যা হয়।

সে একটু খিচুড়ি খাবে আবার একটু খুদের ভাত ও খাবে। আমি বললাম ওকে ডান। দেলোয়ার ভাই ম্যাকেটিং করে দিলাম কিন্তু? আর পুরান ঢাকাবাসী আর কারো লাগলে নক দিয়েন। কি বলেন তো খুদের ভাত ও ভর্তা। সাবধানে থাকবেন। সবার জন্য শুভ কামনা।